Advertisement
Advertisement
Malda

দুই স্ত্রী থাকা সত্ত্বেও ফের বিয়ের পিঁড়িতে স্বামী! দ্বিতীয় বউ প্রতিবাদ করতেই এ কী করল গুণধর?

ঘটনা ঘিরে তুলকালাম মালদহের ইংরেজবাজার থানার যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কেষ্টপুর এলাকায়।

Man got married after marrying two women earlier in Malda

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:May 31, 2024 4:14 pm
  • Updated:May 31, 2024 5:50 pm  

বাবুল হক, মালদহ: দুই বিয়েতেও মন ভরেনি। লুকিয়ে ফের বিয়ে করেছিলেন মালদহের (Malda) যুবক। তা জানতে পেরে দ্বিতীয় স্ত্রী প্রতিবাদ করাতেই কপালে জুটল বেধড়ক মার। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল মালদহের ইংরেজবাজারে। হাসপাতালে ভর্তি আক্রান্ত ৪ জন। তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, আগের সম্পর্কের কথা লুকিয়ে বৃহস্পতিবার তিন নম্বর বিয়ে সেরে ফেলেন মালদহের সাদিকুল শেখ। স্বামীর এই কীর্তি জানার পরই প্রতিবাদ করেছিলেন দ্বিতীয় পক্ষের স্ত্রী। পরিনামে জোটে বেধড়ক মার। বোনকে মারতে দেখে এগিয়ে যান আক্রান্তের দিদি। তাঁকে মারধর করা হয়। পরিবারের আরও দুই সদস্য আক্রান্ত হন। ঘটনা ঘিরে তুলকালাম মালদহের ইংরেজবাজার থানার যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কেষ্টপুর এলাকায়। দ্বিতীয় পক্ষের স্ত্রী সাহেদা বিবির অভিযোগ, তাঁর স্বামীর প্রথম পক্ষের স্ত্রী রয়েছে সে তা জানতো না। বিয়ের পর জানতে পারে স্বামীর এটি দ্বিতীয় বিয়ে। তা সত্ত্বেও সমস্ত কিছু মেনে নিয়ে সংসার করতে শুরু করে সে। বর্তমানে তাঁর তিন ছেলে-মেয়ে রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ইংল্যান্ড থেকে ভারতে ফিরল ১ লক্ষ কেজি সোনা, বড় পদক্ষেপ রিজার্ভ ব্যাঙ্কের]

এরই মাঝে বৃহস্পতিবার হঠাৎই তাঁর স্বামী পাটনায় তৃতীয় বিয়ে করেন। বিষয়টি জানতে পেরে বিয়ের প্রতিবাদ করেন সাহেদা। এর পরই মহিলাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাকে বাঁচাতে গিয়ে দিদি আয়েশা বিবি, ভাগ্নে ফারাজুল শেখ এবং জামাই রাজু শেখও আক্রান্ত হন। চারজনই মালদহ মেডিকেল কলেজে ভর্তি। এবিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য সুলতান শেখ জানান, এই ঘটনায় আমরা প্রতিবাদ জানাই। আমরা পরে জানতে পারলাম ওই ছেলের চরিত্র এই রকম। এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ।

[আরও পড়ুন: ‘যুদ্ধ থামলে আমরা সব চুক্তিতে রাজি’, ইজরায়েলের কাছে কাতর আর্জি হামাসের!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement