সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও প্রকাশ্যে হস্তমৈথুন৷ বাসের পর এবার ঘটনাস্থল লোকাল ট্রেন৷ আসানসোল লোকালে বসেই এমন কুকীর্তি ওই প্রৌঢ়র৷ আপাতত এই ঘটনাই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷
ধোপদুরস্ত পোশাক পরে, কাঁধে শান্তিনিকেতনি ব্যাগ নিয়ে সীতারামপুর স্টেশন থেকে আসানসোলে লোকালে চড়ে অভিযুক্ত৷ ট্রেনে সেই সময় যাত্রীর ভিড় ছিল যথেষ্টই৷ তারই মাঝে কোনওক্রমে জানালার পাশে একটি সিটও জোগাড় করে নেয় সে৷ ওই ট্রেনের কামরায় ছিলেন আরও বেশ কয়েকজন তরুণী৷ ওই মধ্যবয়স্ক ব্যক্তির উলটোদিকের সিটেই বসেছিলেন তাঁরা৷ ট্রেনে উঠেই আশেপাশের মহিলাদের দেখে অভব্য আচরণ করতে শুরু করে ওই মধ্যবয়স্ক ব্যক্তি৷ সবার সামনে ট্রেনে বসেই হস্তমৈথুন করতে শুরু করে সে৷ নিজের ব্যাগ দিয়ে পাশের পুরুষ সহযাত্রীর দিকটি আড়াল করার চেষ্টা করে সে৷ কিন্তু উলটোদিকে বসে থাকা তরুণীরা তার এই কুকীর্তির সাক্ষী হন৷ কিন্তু ওই প্রৌঢ়র যদিও তাতে কিছুই আসে যায় না৷ দিব্যি ট্রেনে বসেই হস্তমৈথুন করে সে৷ ইতিমধ্যেই ওই ব্যক্তির উলটোদিকের সিটে বসে থাকা এক তরুণী এই ঘটনার ভিডিও করেন৷
ওই ভিডিওই আপাতত সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে৷ বহু মানুষের টাইমলাইনে ঘুরছে আসানসোল লোকালে বসে বসে মধ্যবয়স্ক ব্যক্তির কুকীর্তির কাহিনি৷ প্রকাশ্যে হস্তমৈথুনের ঘটনার প্রতিবাদে সরব নেটিজেনরা৷ আপাত ভদ্রতায় মোড়া চেহারার আড়ালেই যদি এমন বিকৃতকাম মানুষরা ঘুরে বেড়ায়, তবে আমাদের সমাজের প্রত্যেকটি মহিলা আদতে সুরক্ষিত কী না, সে বিষয়ে সোশ্যাল সাইটে প্রশ্ন তোলেন অনেকেই৷ এর আগে খাস কলকাতাতেই বাসে বসে এক ব্যক্তিকে হস্তমৈথুনের ঘটনার ভিডিও সোশ্যাল সাইটে ছড়িয়ে দেন এক তরুণী৷ হুগলির ব্যান্ডেল স্টেশনেও ঘটে একই ঘটনার পুনরাবৃত্তি৷ এরপর আবারও আসানসোল লোকালের ঘটনায় চিন্তিত অনেকেই৷ ট্রেনের ওই অভিযুক্ত প্রৌঢ়র পরিচয় জানা যায়নি৷ ভিডিও-র সূত্র ধরেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিক রেলপুলিশ, এমনই দাবি নেটিজেনদের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.