Advertisement
Advertisement

বাজারে মাছ কিনতে গিয়ে বঁটির উপর পড়ে মৃ্ত্যু যুবকের

খণ্ডঘোষে মর্মান্তিক ঘটনা।

Man fall into cutlass in Khandaghosh, dies
Published by: Subhamay Mandal
  • Posted:March 17, 2019 8:42 pm
  • Updated:March 17, 2019 8:42 pm

সৌরভ মাজি, বর্ধমান: রবিবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা। বাজারে মাছ কিনতে গিয়ে মাছের বঁটিতে পড়ে গিয়ে গলা থেকে বুক পর্যন্ত কেটে যায় এক ব্যক্তির। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। অস্ত্রোপচারের কিছু পরেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার খণ্ডঘোষ বাজারে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ময়নাল মণ্ডল (৪৫)। লোদনা গ্রামেই তাঁর বাড়ি। তিনি প্রতিবন্ধী ছিলেন। পায়ে সমস্যা ছিল।

এদিন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছিলেন মৃতের ভাইপো হাবিবুর রহমান মণ্ডল। তিনি জানান, বাড়িতে মাছ হওয়ার কথা ছিল এদিন। তাই তাঁর জেঠু খণ্ডঘোষ বাজারে মাছ কিনতে গিয়েছিলেন। শান্তি রুইদাস নামে এক মাছ বিক্রেতার কাছে যান তিনি। সেখানে মাছ কাটার বঁটি রাখা ছিল। ময়নাল ঝুঁকে মাছ দেখছিলেন। বাজারে ভিড় ছিল। সেই সময় পিছন দিক থেকে কারও ধাক্কা লাগে ময়নালের গায়ে। তিনি ওই বঁটির উপর পড়ে যান। গলা থেক বুখ পর্যন্ত একটা বড় অংশে গভীর ক্ষত হয়ে যায়। প্রচুর রক্তক্ষরণও শুরু হয়। তাঁকে উদ্ধার করে প্রথমে খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা সঙ্কটজনক হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয় তাঁকে। ভর্তির কিছু পরেই অস্ত্রোপচারও করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সকাল ৯টা নাগাদ সেখানে মৃত্যু হয় তাঁর।

Advertisement

[জ্বালা যন্ত্রণা ছাড়া আগুনের ফুলকিতেই রং লাগবে শরীরে!]

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিবন্ধী ছিলেন ময়নাল। তাঁর একটি পায়ে সমস্যা ছিল। সেই কারণে সামান্য ধাক্কা লাগাতেই তিনি ভারসাম্য রাখতে পারেননি। বঁটির উপর পড়ে যান। তার ফলেই এই মর্মান্তিক পরিণতি। পুলিশ ঘটনায় অস্বাবাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিন রাত পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement