অরূপ বসাক, মালবাজার: ডুয়ার্সের চা-বাগানে মানুষখেকো চিতাবাঘ! মালবাজারের বেইতবাড়ি চা-বাগান থেকে উদ্ধার মহিলা শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ৷ আতঙ্কে আর কাজ করতে চাইছেন না অন্য শ্রমিকেরা৷ বন্ধ বেইতবাড়ি চা-বাগানের ২২ নম্বর সেকশন৷ চিতাবাঘ ধরতে জাল পেতেছে বনদপ্তর৷
[বায়ুসেনার ছাউনির কাছেই রহস্যজনকভাবে উদ্ধার ড্রোন, চাঞ্চল্য রাঙ্গাপানিতে]
পাহাড়-জঙ্গলে ঘেরা সুন্দরী ডুয়ার্স৷ বেশিরভাগ চা-বাগানের পাশে গভীর জঙ্গল৷ কোথা কোথাও আবার চা-বাগান ও জঙ্গলের মাঝ বরাবর বয়ে গিয়েছে নদী৷ রাত-বিরেতে নদী পেরিয়ে চা-বাগানে, এমনকী, শ্রমিকদের বসতিতেও ঢোকে পড়ে হিংস্র বন্যজন্তুরা৷ কিন্তু মালবাজারের বেইতবাড়ি চা-বাগানে ঘটনায় আতঙ্ক বেড়ে গিয়েছে বহুগুণ৷ ২২ নম্বর সেকশনে আর চা পাতা তুলতে চাইছেন না শ্রমিকরা৷ আতঙ্কিত চা-বাগান লাগোয়া এলাকার বাসিন্দারাও৷ বেইতবাড়ি চা-বাগানের চা শ্রমিকদের দাবি, গত কয়েক দিন ধরে চা বাগানে ঘুরে বেড়াচ্ছে একটি মানুষখেকো চিতাবাঘ৷ সোমবার সন্ধ্যায় যখন বাগানের বাইশ নম্বর সেকশনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন শুক্রামণি ওঁরাও নামে এক শ্রমিক, তখন তাঁর উপর হামলা চালায় চিতাবাঘ৷ তাঁর শরীর থেকে রীতিমতো মাংস খুবলে খেয়েছে বন্যজন্তুটি৷ মঙ্গলবার সকালে বাগানে কাজ করার সময়ে ওই মহিলার ক্ষতবিক্ষত দেহ দেখতে পান অন্য শ্রমিকরা৷ ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছন বনদপ্তরের আধিকারিকরা৷ চিতাবাঘ ধরতে জাল পাতা হয়েছে বেইতবাড়ি চা-বাগানের ২২ নম্বর সেকশনে৷
এদিকে, চিতাবাঘের আতঙ্কে ২২ নম্বর সেকশনে গিয়ে কাজ করতে চাইছে না বেইতবাড়ি চা-বাগানের শ্রমিকেরা৷ বন্ধ কাজকর্ম৷ শ্রমিকদের দাবি, ২২ নম্বর সেকশন দিয়ে যাতায়াত করে স্কুলপড়ুয়া ও শিশুরা৷ তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে৷
[দিঘায় দেখা মিলল ১৬০ কেজি ওজনের উড়ুক্কু মাছের, দেখতে ভিড় পর্যটকদের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.