Advertisement
Advertisement
Tarakeswar

মাকে ঠকিয়ে পলিসির টাকা হাতাল ‘গুণধর’ ছেলে, কাঠগড়ায় বিমা এজেন্টও

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তারকেশ্বরে।

Man dupes mother of thousands at Tarakeswar। Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:December 28, 2023 4:23 pm
  • Updated:December 28, 2023 4:39 pm  

সুমন করাতি, হুগলি: মাঝে মধ্যেই প্রকাশ্য আসে সাইবার প্রতারণার ঘটনা। গ্রাহকদের বোকা বানাতে একাধিক কৌশলকে হাতিয়ার করে প্রতারকরা। কয়েকমাস আগেও বায়োমেট্রিক প্রতারণার একের পর এক ঘটনা আতঙ্ক বাড়িয়েছিল গ্রাহকদের মধ্যে। কিন্তু এবার ছেলের প্রতারণার শিকার হলেন মা। বিমা কোম্পানির এজেন্টের মাধ্যমে মায়ের সই জাল করে পলিসির টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। অভিযোগের আঙুল উঠেছে ওই এজেন্টের দিকেও। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তারকেশ্বরে। 

জানা গিয়েছে, তারকেশ্বর থানা এলাকার মনোহরপুর গ্রামের বাসিন্দা আনোয়ারা বিবি খোদ নিজের সন্তানের প্রতারণার ফাঁদে পড়েছেন। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার বাসিন্দা তারক পাত্র নামের এজেন্টের থেকে দুটি পলিসি কিনেছিলেন তিনি। বছরে দুবার তারকের কাছে প্রিমিয়ামের টাকা জমা করতেন আনোয়ারা। প্রত্যেক বছর প্রিমিয়াম বাবদ ২৩ হাজার টাকা দিতে হত।

Advertisement

[আরও পড়ুন: কাটল জমি জট, ভারত-বাংলা সীমান্তে তৈরি হবে আধুনিক পার্কিংলট]

সম্প্রতি ওই পলিসি বন্ড জমা রেখে ঋণ নেন আনোয়ারা। ঋণের টাকা শোধ হওয়ার পর ১২ ডিসেম্বর পলিসির টাকা জমা করতে গিয়ে মাথায় বাজ পড়ে তাঁর। টাকা জমা করতে গিয়ে তিনি দেখেন, নির্দিষ্ট মেয়াদের আগেই তাঁর সই নকল করে পলিসির টাকা তুলে নেওয়া হয়েছে। ছেলে জাভেদ মণ্ডলের সঙ্গে খোলা জয়েন্ট অ্যাকাউন্টে সেই টাকা ঢুকেছে। এমনকী ওই অ্যাকাউন্ট থেকে তাঁর ছেলে জাভেদ টাকা তুলে নিয়েছেন বলে অভিযোগ। যদিও আনোয়ারা বিমা কোম্পানির এজেন্টকেই দায়ী করেছেন।

আনোয়ারা বলেন, “বিমা কোম্পানির গাফিলতি রয়েছে। আমার সই যাচাই না করে কীভাবে টাকা পাঠাল? এজেন্ট আমার ছেলের সঙ্গে যোগাসাজোশ করে আমার সই নকল করে জমা দিয়েছেন। আমার ছেলে অন্য রাজ্যে সোনার কাজ করে। আমি পুলিশ ও বিমা কোম্পানিকে অভিযোগ জানিয়েছি। এবার দেখা যাক, কী হয়।” ওই বিমা কোম্পানির এজেন্ট বলেন, “সই সঠিক মনে হওয়ার কারণে আমি তা অফিসে জমা দিয়েছি। সই যাচাই করার দায়িত্ব বিমা কোম্পানির, আমার নয়। এমন ঘটনা সত্যি হয়ে থাকলে বিমা কোম্পানির উপর মানুষের বিশ্বাস নষ্ট হবে। অভিযোগ সত্যি হলে ব্যবস্থা নেওয়া উচিত।” বিমা সংস্থার স্থানীয় শাখার ম্যানেজার নিখিলেশ বিশ্বাস জানিয়েছেন, তাঁর কাছে এখনও কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

[আরও পড়ুন: আর্থিক প্রতারণা মামলায় ইডির চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধীর নাম! লোকসভার আগে মাথায় হাত কংগ্রেসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement