Advertisement
Advertisement

Breaking News

নবমী পুজোর আগে গঙ্গাস্নানে গিয়ে তলিয়ে গেলেন যুবক

বহরমপুরে চাঞ্চল্য।

Man drowns in river Ganga in Bahrampur

বহরমপুরে ভৈরব ঘাটে ভিড়, চলছে তল্লাশি।

Published by: Shammi Ara Huda
  • Posted:October 18, 2018 2:48 pm
  • Updated:October 18, 2018 2:48 pm  

কল্যাণ চন্দ্র, বহরমপুরদিদির বাড়িতে বেড়াতে এসে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন যুবক। যুবকের নাম নিখিলেশ সাউ (৩০)। নবমীর পুজো দিতেই দিদির বাড়িতে বেড়াতে আসেন ওই যুবক। এদিন সকালে বহরমপুরের ভৈরব ঘাটে গঙ্গাস্নানে যান তিনি। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন স্থানীয় যুবক। সকাল ৯.৩০ মিনিটে নদীতে নামার সঙ্গেসঙ্গেই তলিয়ে যান তিনি। প্রত্যক্ষদর্শীরা কিছুক্ষণ খোঁজাখুঁজি করলেও নিখিলেশবাবুর কোনও সন্ধান মেলেনি। নবমীর সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে।

এদিকে ভাই গঙ্গায় নেমে তলিয়ে যাওয়ার খবরে কান্নাকাটি শুরু করেছেন দিদি লালি সাউ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বহরমপুর থানার পুলিশ। শুরু হয়েছে তল্লাশি। জানা গিয়েছে, পেশায় ব্যবসায়ী নিখিলেশবাবুর বাড়ি কলকাতার বাদু বাজারে। গত সোমবার পুজো উপলক্ষে বহরমপুরে দিদির বাড়িতে বেড়াতে আসেন তিনি। আজ নবমীর পুজো দিয়ে কলকাতায় ফেরার কথা ছিল। ঠিক তার আগেই এই দুর্ঘটনাটি ঘটল। নিখিলেশবাবুর কলকাতার বাড়িতে খবর পাঠানো হয়েছে। এলাকায় নেমেছে শোকের ছায়া।

Advertisement

[দুর্গার কৃপায় লক্ষ্মীলাভ, ৫ হাজার দুঃস্থকে বস্ত্রদান রাজমিস্ত্রির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement