Advertisement
Advertisement
দেওয়াল

তৃণমূলের প্রতীক আঁকা টি-শার্ট গায়ে বিজেপির দেওয়াল লিখন, কে এই যুবক?

সোশ্যাল মিডিয়ায় হাসির ফোয়ারা৷

Man draws BJP's graffiti wearing TMC T-shirt, pic goes viral
Published by: Sucheta Sengupta
  • Posted:March 26, 2019 4:23 pm
  • Updated:March 26, 2019 4:24 pm

রিন্টু ব্রহ্ম: ভোট ময়দানে কত রঙ্গই না দেখা যায়৷ কখনও দেওয়াল লিখনে তৃণমূল প্রার্থীর নামের আগে ‘কমরেড’, কখনও বা ‘জনবিরোধী’ সরকার গঠনের জন্য প্রার্থীকে ভোটের আহ্বান৷ এমনই আরও কত কী৷ সোশ্যাল মিডিয়ায় সেসব নিয়ে হাসিঠাট্টাও কম হচ্ছে না৷

এই তালিকাতেই যুক্ত হল আরেকটা৷ ভোট মরশুমে দেওয়াল লিখন অর্থ উপার্জনের একটা বড় সুযোগ নিঃসন্দেহে৷ দেওয়ালে লেখা, আঁকা সহজ কাজ তো নয়৷ এর জন্য আলাদা প্রশিক্ষণ লাগে, অভিজ্ঞতা থাকতে হয়৷ অনেক সময় দেখা যায়, পার্টি কর্মী না হলেও, স্রেফ ভাল দেওয়াল লিখন পারেন বলে এ সময় বিভিন্ন দলীয় প্রার্থীদের হয়ে সেই কাজ করে উপার্জন করেন কেউ কেউ৷ তো সম্প্রতি এমনই এক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ছবিতে দেখা যাচ্ছে, একজন দেওয়ালে আঁকছেন পদ্মফুল, বিজেপির প্রতীক৷ আবেদন জানাচ্ছেন বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার৷ অথচ তার পরনের টি-শার্টে বড় করে আঁকা ঘাসফুলের ছবি – তৃণমূলের প্রতীক৷ যুবকের মুখ না দেখা গেলেও পিছন থেকে ‘মা-মাটি-মানুষ’ লেখাটি একেবারে জ্বলজ্বল করছে।   

Advertisement

                                      [ আরও পড়ুন :  মহানায়িকার জন্মদিন নিয়ে ‘রাজনীতি’, মুনমুনকে কটাক্ষ বাবুলের]

রাজ্য এবং জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে যুযুধান দুই প্রতিপক্ষ – তৃণমূল এবং বিজেপি৷ ভোটের আবহে একে অপরের বিরুদ্ধে খড়গহস্ত৷ কী রাজনৈতিক ময়দানে হোক, কী সোশ্যাল মিডিয়ায়৷ কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়ছেন না৷ এ’পক্ষ ইট ছুঁড়লে, ও’পক্ষ থেকে পাটকেল মারতে এক সেকেন্ড সময়ও দেরি হচ্ছে না৷ এসবের মাঝেই ফাঁস এই ছবি৷ তৃণমূলের প্রতীক আঁকা টি-শার্ট পরে বিজেপির হয়ে দেওয়াল করে চলেছেন জনৈক যুবক৷ ব্যস, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে আর কতক্ষণ? হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক সর্বত্র ছড়িয়ে পড়েছে ছবিটি৷ ঘুরছে নেটিজেনদের হাতে হাতে৷ এমন মজাদার ছবি দেখে তার রস নিতেও বিন্দুমাত্র দেরি করছেন না কেউ৷ এক ফ্রেমে বিজেপি আর তৃণমূলের এমন সমন্বয় দেখে কেউ কেউ ছবির নামকরণ করেছেন, ‘বিজে-মূলের নতুন পোস্টার বয়’। 

                                   [ আরও পড়ুন : প্রার্থী ঘোষণায় এত দেরি কেন? ধৈর্য হারিয়ে শীর্ষ নেতৃত্বকে প্রশ্ন রানাঘাটের বিজেপি কর্মীদের]

রাজনৈতিক দলগুলির মধ্যেও এই ছবি নিয়ে শুরু হয়েছে চর্চা৷ বিশেষত সিপিএম-এর কাছে এ ছবি যেন একেবারে হাতে অস্ত্র তুলে দিয়েছে৷ তাঁরা বারবারই অভিযোগ তোলেন, বিজেপির সঙ্গে আঁতাঁত করেই চলছে তৃণমূল৷ বাইরে পরস্পরের বিরোধিতা করলেও, তলে তলে একধরনের পারস্পরিক সমঝোতা রয়েছে৷ তাই কমরেডদের অনেকেরই শ্লেষ – এই ছবিতেই প্রমাণিত, বিজেপি এবং তৃণমূল হাত মিলিয়ে চলছে৷

সমালোচনা, কটাক্ষ, হাসিঠাট্টা যতই হোক, প্রশ্ন তো একটা থাকছেই৷ কে এই যুবক? তৃণমূল কর্মী নাকি বিজেপি? নাকি তিনি কোনও দলেরই কেউ নন? নিতান্তই পেটের দায়ে দেওয়াল লিখতে আসা এক সাধারণ মানুষ? যিনি এ মরশুমে বিজেপির হয়ে দেওয়াল লিখছেন, আগেরবার লিখেছিলেন হয়তো তৃণমূলের হয়ে৷ রহস্য একটা থেকেই যাচ্ছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement