Advertisement
Advertisement

নদীতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, শোকের ছায়া মালবাজারে

দুর্ঘটনা নাকি অন্য কিছু, খতিয়ে দেখছে পুলিশ।

Man dies of electrocution in Jalpaiguri
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2018 3:14 pm
  • Updated:May 28, 2018 3:14 pm  

অরূপ বসাক,মালবাজার:  যতক্ষণ গাড়িতে ছিলেন, কিছুই টের পাননি। কিন্তু, নদীতে নামতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন বছর তিরিশের এক যুবক। ঘটনার শোকের ছায়া জলপাইগুড়ির মালবাজারের তুড়িবাড়ি এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে মালবাজার থানার পুলিশ।

[প্রেমের টানে অচেনা বাড়ির ছাদে যুবকের ‘আত্মগোপন’, চোর সন্দেহে শোরগোল সিউড়িতে]

Advertisement

মৃতের নাম গঙ্গা ছেত্রী। বাড়ি মালবাজারের তুড়িবাড়ি এলাকার খয়ের বস্তিতে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকার একটি পাথর খাদানে গাড়ির খালাসি হিসেবে কাজ করতেন গঙ্গা। সোমবার সকালে লেইতি নদীতে গাড়ি ধুতে গিয়েছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ি নিয়ে যখন নদীর পাড়ে পৌঁছান গঙ্গা, তখনই প্রায় ১১০০ ভোল্টের একটি বিদ্যুৎবাহী তারকে ছুঁয়ে ফেলেছিল গাড়ির ডালাটি। গাড়ি ভিতরে থাকায় ঘটনাটি ওই যুবকের নজর এড়িয়ে যায়। বস্তুত, তিনি যতক্ষণ গাড়ির ভিতরে ছিলেন, ততক্ষণ কোনও বিপদ ঘটেনি। কিন্তু নদীতে নেমে জল দিয়ে গাড়ি ধুতে যেতেই ঘটল দুর্ঘটনা। বিদ্যুৎপৃষ্ট হন বছর তিরিশের গঙ্গা ছেত্রী। ঘটনাস্থলেরই মারা যান তিনি। তরতাজা এক যুবকের এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমেছে মালবাজারে তুড়িবাড়ি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়েছে। মালবাজার থানার ওসি অনিন্দ্য ভট্টাচার্য জানিয়েছেন, এটা নেহাতই দুর্ঘটনা নাকি অন্যকিছু, তা খতিয়ে দেখা হচ্ছে।

[বাদুড়ের ভয়ে কাঁপছে বাংলা, জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে নিপা আতঙ্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement