বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় একঝাঁক মৌমাছির কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার ময়ূরহাট এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধের নাম সন্তোষ মণ্ডল(৬০)। তাঁর বাড়ি ময়ূরহাট এলাকাতেই।
বুধবার সকাল ৬টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে তিনি সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। একটি গাছের তলা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একঝাঁক মৌমাছি তাঁকে ঘিরে ধরে। তাঁর মুখে ও মাথায় একাধিক মৌমাছি কামড়ে দেয়। তিনি সাইকেল সমেত পড়ে যান রাস্তার উপরে।
এরপর এলাকার লোকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন। তড়িঘড়ি ওই বৃদ্ধকে নিয়ে যাওয়া হয় বগুলা গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই বৃদ্ধের আত্মীয় বিকাশ মণ্ডল জানিয়েছেন, ‘‘উনি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে। একঝাঁক মৌমাছি ঘিরে ধরে মুখে, নাকে এবং মাথায় কামড় দেয়। মাথায় অন্তত ২৫টি মৌমাছি কামড়েছে।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.