সাবিরুজ্জামান, লালবাগ: রাজ্যে ভোটের প্রথম বলি মুর্শিদাবাদের ভগবানগোলার রানিতলার বালিগ্রামে৷ মৃতের নাম টিয়ারুল আবুল কালাম৷ তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষের মধ্যে পড়ে তাঁর মৃত্যু হয়েছে৷ লাঠি-বাঁশ দিয়ে তাঁকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ৷ মৃত ব্যক্তিকে নিজেদের কর্মী বলে দাবি করেছে কংগ্রেস৷ যদিও টিয়ারুল কোনও রাজনৈতিক দলের সদস্য নয় বলে জানিয়েছেন মৃতের ছেলে৷
[আরও পড়ুন: বাংলাই চরম শিক্ষা দেবে বিজেপিকে, আরামবাগের সভা থেকে চ্যালেঞ্জ মমতার ]
জানা গিয়েছে, ভগবানগোলার ১৮৮ নম্বর বুথে ভোটদানের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন টিয়ারুল৷ সেই সময় হঠাৎই স্থানীয় কংগ্রেস ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়৷ একে অপরকে লাঠি-বাঁশ দিয়ে মারতে থাকেন৷ সেই সংঘর্ষেরই মধ্যে পড়ে যান টিয়ারুল আবুল কালাম৷ তাঁর পেটে, কাঁধে ও মাথায় আঘাত লাগে৷ গুরুতর জখম হন তিনি৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷ সেখান থেকে তাঁকে স্থানান্তরীত করা হয় বহরমপুর হাসপাতালে৷ এবং সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন৷ কংগ্রেসের অভিযোগ, ভোটারদের ভয় দেখিয়ে বুথ দখলের চেষ্টা করছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ তাঁরাই সাধারণ ভোটারদের উপর বাঁশ-লাঠি নিয়ে হামলা চালিয়েছে৷ এবং তখন মৃত্যু হয়েছে দলের কর্মী টিয়ারুলের৷
[আরও পড়ুন: গঙ্গারামপুরে বিজেপি প্রার্থীকে হেনস্তা, কাঠগড়ায় তৃণমূল ]
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই ওই বুথ নিয়ে একাধিক অভিযোগ উঠছে৷ স্থানীয়দের অভিযোগ, ভোটারদের সঙ্গে বুথের ভিতরে ঢুকছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ তাঁরা ছাপ্পা ছোট দিয়েছে৷ এই খবর সামনে আসার পরেই ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী৷ এবং পুলিশ সরে যেতেই সেখানে কংগ্রেস-তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে৷ সেই সংঘর্ষের মধ্যে পরেই মৃত্যু হয় একজনের৷ জখম হন আরও কয়েক জন৷ মৃতের পরিবারের অভিযোগ, বুথের বাইরে অস্ত্র হাতে বসে ছিল দুষ্কৃতীরা৷ তাঁরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিল৷ কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি৷ তৃণমূলের বিরুদ্ধেই টিয়ারুলকে পিটিয়ে মারার অভিযোগ করেছেন মুর্শিদাবাদের কংগ্রেস প্রার্থী আবু হেনা৷ কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷ মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবু তাহেরের অভিযোগ, কংগ্রেস-সিপিএম-বিজেপি মিলে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে৷ তৃণমূলের কোনও যোগ নেই৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.