প্রতীকী ছবি।
জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: মাছ ধরার নেশাই হল কাল! নিম্নচাপের টানা বৃষ্টিতে ছেলের সঙ্গে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বাবার। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকার ঘটনা।
মৃত জগন্নাথ মণ্ডল, উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া ঢাকুরিয়ার বাসিন্দা। তাঁর ছেলে দেবাশিস মণ্ডল। জগন্নাথ ও দেবাশিসের মাছ ধরার নেশা। দেবাশিস কলকাতার একটি সংস্থায় কাজ করেন। বুধবার ভোরে দেবাশিস মাছ ধরতে গিয়েছিলেন কালোপুর বিভূতিভূষণ হল্ট সংলগ্ন এলাকায়। সকালে জগন্নাথবাবু ছেলের কাছে যান মাছ ধরতে। কয়েকটি মাছও ধরেন তাঁরা।
গৃহবধূ ডলি মণ্ডল বলেন,”বাড়ি ফিরবেন বলে স্বামী দেবাশিস শৌচালয়ে গিয়েছিলেন। শ্বশুরমশাই জগন্নাথ মাছ ধরা ছিপ জল থেকে তুলতে গিয়েছিলেন। এমন সময় ছিপের মাথায় থাকা বড়শি উপরের ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের গায়ে লেগে যায়। ছিটকে পড়েন শ্বশুরমশাই। বিকট শব্দ শুনে ছুটে আসেন দেবাশিস। তাঁর বাবাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.