Advertisement
Advertisement
Uluberia

পাখা চালাতে যাওয়াই কাল! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

রেমালের তাণ্ডবে বিদ্যুৎহীন ছিল উলুবেড়িয়ার এলাকা। দুদিন পর বিদ্যুৎ ফিরতেই বিপত্তি।

Man died in Uluberia after electrocuted

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:May 28, 2024 6:27 pm
  • Updated:May 28, 2024 6:27 pm

মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: পাখা চালাতে গিয়ে মৃত্য়ু হল যুবকের। রেমালের তাণ্ডবে বিদ্যুৎহীন হয়েছিল হাওড়ার উলুবেড়িয়ার বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার ভোরে বিদ্যুতের সংযোগ ফিরতেই পাখা চালানোর চেষ্টা করেন তিনি। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। এই ঘটনায় শোকে স্তব্ধ গোটা এলাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অর্ণব মণ্ডল (২৭)। উলুবেড়িয়া থানার পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় ‘রেমালে’র জেরে রবিবার রাত থেকেই বিদ্যুৎহীন ছিল উলুবেড়িয়া পুরসভার ২১ নং ওয়ার্ডের কুশবেড়িয়া। সোমবার এলাকায় বিদ্যুৎ এলেও মৃত যুবকের বাড়ির চত্বরে বিদ্যুৎ ছিল না।

Advertisement

[আরও পড়ুন: সোশাল মিডিয়ায় কমছে মোদির দর্শক! তথাপি ভাবমূর্তিই ভরসা]

রাতে অর্ণব একটি ঘরে তাঁর স্ত্রী ও ৮ মাসের সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ এলাকায় বিদ্যুৎ এলে অর্ণব পাখা চালানোর জন্য সুইচবোর্ডে বিদ্যুতের তার লাগাতে যান। সেই সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হন। অর্ণবের স্ত্রীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ফুলেশ্বরের বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

[আরও পড়ুন: বিচারপতিদের পিছনে কি গুন্ডা লেলিয়ে দেবেন? তৃণমূলকে খোঁচা মোদির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement