Advertisement
Advertisement
baruipur

উত্তরপ্রদেশের হোটেলে আটকে কিডনি পাচারের অভিযোগ, বারুইপুরে চাঞ্চল্য, পুলিশের জালে ১

বারুইপুরে দুই ব্যক্তির মধ্যে এদিন বিবাদ দেখা গিয়েছিল। তারপরই এই ঘটনা সামনে আসে।

man detained in Baruipur on charges of being involved in kidney trafficking racket

আটক হওয়া ব্যক্তি। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:April 11, 2025 9:01 pm
  • Updated:April 11, 2025 9:01 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: উত্তরপ্রদেশে কিডনি পাচারচক্রের খোঁজ! কাজের নাম করে সেখানে নিয়ে গিয়ে কিডনি বিক্রি করিয়ে দেওয়ার মারাত্মক অভিযোগ সামনে এল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আর কারা এই চক্রের শিকার? কারা জড়িত আছে? সেসব খতিয়ে দেখছে পুলিশ।

শুক্রবার বারুইপুর বিডিও অফিসের সামনে দুই ব্যক্তির জোর বিবাদ দেখতে পাওয়া যায়। বেশ কিছুক্ষণ ধরে সেই বিবাদ চলার পরে স্থানীয়রা তাঁদের ধরে রাখেন। খবর দেওয়া হয় পুলিশ। বারুইপুর থানার পুলিশ সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই আসল ঘটনা বেরিয়ে পড়ে। জানা যায়, বারুইপুর থানার হিমচি এলাকার বাসিন্দা শামসুদ্দিন লস্কর। হুগলির বাসিন্দা শুভ ভট্টাচার্য তাঁকে গত তিন মাস আগে হাসপাতালে কাজ দেওয়ার নাম করে উত্তরপ্রদেশে নিয়ে গিয়েছিলেন। কাজ পাওয়া তো দূরের কথা, সেখানে ওই ব্যক্তিকে একটি হোটেলে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। ওই ব্যক্তিকে কিডনি বিক্রি করানোর জন্য চাপ দেওয়া হয়।

Advertisement

প্রথমে শামসুদ্দিন লস্কর সেই কথায় রাজি হননি। কিডনি দিলে সাত লক্ষ টাকা দেওয়া হবে। সেই কথাও বলা হয়েছিল। একপ্রকাশ জোর করিয়ে তাঁকে কিডনি দিতে বাধ্য করানো হয় বলে অভিযোগ। উত্তরপ্রদেশের এক হাসপাতালেই ওই ব্যক্তির শরীর থেকে একটি কিডনি বার করে নেওয়া হয়। সেজন্য তাঁকে সাত লক্ষ টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছিল। কিন্তু মাত্র দুই লক্ষ টাকা দেওয়া হয়। আর কোনও টাকা তাঁকে দেওয়া হয়নি।

এরপরই আজ শুক্রবার বারুইপুরের বিডিও অফিসে গিয়েছিলেন অভিযুক্ত শুভ ভট্টাচার্য। সেই খবর পেয়ে সেখানে পৌঁছে গিয়েছিলেন শামসুদ্দিন লস্করের পরিবারের লোকজন। সেখানেই তাঁরা ওই ব্যক্তিকে ধরে ফেলেন। দুই ব্যক্তির মধ্যে শুরু হয় তুমুল বিবাদ। শেষপর্যন্ত পুলিশ ঘটনাস্থলে যেতে বিষয়টি সামনে আসে। ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনায় কিডনি পাচারচক্রের যোগ রয়েছে। সেই কথা প্রাথমিকভাবে অনুমান করছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement