সুব্রত বিশ্বাস: রাতের অন্ধকারে জঞ্জালের স্তূপে পুড়িয়ে মারা হল এক ব্যক্তিকে৷ রবিবার সাতসকালে চাঞ্চল্য ছড়াল হাওড়ার বেলুড়ে। পুলিশ জানিয়েছে, মৃত একজন পুরুষ৷ তাঁর দেহের উপরের অংশ পুরোটাই পুড়ে দিয়েছে।
[ বাঁকুড়ায় ভোটের মুখে ফের আটক বিস্ফোরক বোঝাই লরি, গ্রেপ্তার চালক]
বেলুড় রেল স্টেশনেরই কাছে হাউজিং এস্টেট। রবিবার ভোরে যখন প্রাতঃভ্রমণ করছিলেন স্থানীয় বাসিন্দারা, তখন তাঁদের নজরে পড়ে আবাসন চত্বরে আর্বজনা ফেলার জায়গায় আগুন জ্বলছে। প্রথমে ঘটনাটিতে তেমন আমল দেননি কেউই। ভেবেছিলেন, আগুন লাগিয়ে জঞ্জাল পোড়ানো হচ্ছে। একটু বেলার দিকে নেহাতই কৌতুহলবশত আর্বজনা ফেলার জায়গাটি দেখতে যান এলাকার কয়েকজন। তাঁরা দেখেন, আর্বজনা নয়, জঞ্জাল ফেলার জায়গায় একটি দেহ পুড়ছে৷ ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে বেলুড় স্টেশন লাগোয়া ওই হাউজিং এস্টেটে পৌঁছায় পুলিশ। মৃত পুরুষ বলেই জানা গিয়েছে। তাঁকে যে ওই জঞ্জালের স্তূপেই পুড়িয়ে মারা হয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই পুলিশের।
কিন্তু, বেলুড়ের মতো জনবহুল জায়গায় এমন নৃশংস ঘটনা ঘটে গেল। অথচ স্থানীয় বাসিন্দারা কিছু টের পেলেন না কেন? স্থানীয় তৃণমূল নেতা ও পঞ্চায়েতের উপ-প্রধান আশিস ঘোষ জানিয়েছেন, শনিবার রাতে এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান চলে রাত দু’টো পর্যন্ত। সেইসময়ই সম্ভবত ওই ব্যক্তিকে জঞ্জালের স্তূপে ফেলে গায়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। সকালে ঘটনাটি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তদন্তে নেমেছে পুলিশ।
[ ‘চাকরি দাও’, পুলিশের কাছে আরজি দ্বিতীয় শ্রেণির খুদের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.