Advertisement
Advertisement

Breaking News

টিউবওয়েল থেকে জল নেওয়া নিয়ে বিবাদ, হাঁসুয়ার কোপে খুন যুবক

গুরুতর আহত ১৷

Man brutally murdered in Malda
Published by: Tanumoy Ghosal
  • Posted:October 21, 2018 4:15 pm
  • Updated:October 21, 2018 4:15 pm  

বাবুল হক, মালদহ: রাস্তার পাশে টিউবওয়েল থেকে কে আগে জল নেবে? তা নিয়ে দুই পরিবারের সংঘর্ষ৷ হাঁসুয়ার কোপে প্রাণে গেল এক যুবকের৷ গুরুতর আহত আরও একজন৷ সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ৷ মূল অভিযুক্ত পলাতক৷ ঘটনাটি ঘটেছে মালদহের কুতুবপুরে৷

[প্রতিমা নিরঞ্জনের সময় নদিয়ায় জোড়া দুর্ঘটনা, মৃত ৩]

Advertisement

রাস্তার পাশে টিউবওয়েলটি সরকারি৷ এলাকার সকলেই ওই কল থেকে জল নেন৷ কিন্তু, কে আগে জল নেবেন? তা নিয়ে দুই পরিবারের গণ্ডগোল শুরু হয়েছিল৷ আর সেই গণ্ডগোলের পরিণতি যে এত ভয়াবহ হবে, তা কল্পনা করতে পারেননি কেউই৷ পুরাতন মালদহের কুতুবপুরে রাস্তার পাশেই টিউবওয়েল৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার সকালে একই সময়ে কল থেকে জল আনতে গিয়েছিলেন রাজকুমার মণ্ডল ও রাজু মণ্ডলের পরিবারের মহিলারা৷ তখন কলের সামনে দীর্ঘ লাইন৷ কে আগে জল নেবে? তা নিয়ে দুই পরিবারের মহিলাদের মধ্যে বচসা শুরু হয়৷ সেই বচসা থেকে গণ্ডগোলের সূত্রপাত৷ এদিকে ততক্ষণে ঘটনাস্থলে এসে হাজির রাজু ও রাজকুমারও৷ শুরু হয়ে যায় হাতাহাতি৷ আচমকাই রাজকুমারকে, রাজু হাঁসুয়া দিয়ে কোপ মারে বলে অভিযোগ৷ জামাইকে বাঁচাতে যান রাজকুমারের শ্বশুর সুবল মণ্ডল৷ তিনিও রেহাই পাননি৷ গুরুতর আহত অবস্থায় দুইজনকেই নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ রাতেই মারা যান রাজকুমার মণ্ডল৷ সুবল মণ্ডল এখনও চিকিৎসাধীন৷ এদিকে এই ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্ত রাজকুমার মণ্ডল৷ রাজকুমার-সহ তার পরিবারের সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবারের লোকেরা৷

[ ৭০০ জন বৃদ্ধার পায়ে হাত দিয়ে প্রণাম করে বিজয়া সারলেন বিধায়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement