রাজা দাস, বালুরঘাট: পঁচাত্তরোর্দ্ধ বৃদ্ধাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল নাতির বিরুদ্ধে। আক্রান্ত বৃদ্ধাকে উদ্ধার করার পাশাপাশি নাতিকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসীরা। চিকিৎসার জন্য বৃদ্ধাকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বালুরঘাট শহরের বঙ্গী কুণ্ডু কলোনির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
[জামালপুরে সেতু থেকে দামোদরে ঝাঁপ বধূর, এলাকায় চাঞ্চল্য]
জানা গিয়েছে, নিজের বাড়িতেই থাকেন বৃদ্ধা শিখা সাহা। দীর্ঘদিন আগে তাঁর স্বামী মারা গিয়েছেন। তাঁর দুই ছেলে অসীম সাহা ও আশিস সাহা। তবে বড় ছেলে অসীমও বছর কয়েক আগে মারা গিয়েছেন। একই ভিটেতেই তাঁর দুই ছেলের পরিবার থাকে আলাদা আলাদা ভাবে। মারধরের অভিযোগ মৃত অসীমের ছেলে অর্থাৎ নাতি সুকান্ত সাহার বিরুদ্ধে। এই নাতির সঙ্গে থাকতেন বৃদ্ধা। বেশ কিছুদিন ধরে নাকি বৃদ্ধার উপর ওই নাতি অত্যাচার করত। সুকান্ত সাহা নামে ধৃত যুবক মাঝেমধ্যেই নেশাগ্রস্ত হয়ে আসত। শুক্রবার সকালে অত্যাচারের মাত্রা বেড়ে যায়। বৃদ্ধাকে মারধর করে বাড়ির বাইরে রাস্তায় ফেলে দেয় সে। এতেই ক্ষিপ্ত হয়ে উঠেন এলাকাবাসীরা। সকলে গিয়ে প্রতিবাদ করে ঘটনার। খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। পুলিশ গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। অভিযুক্ত সুকান্ত সাহাকে আটক করে পুলিশ।
[খেলতে গিয়ে বোমা ফেটে জখম তিন বালক, এলাকায় ব্যাপক চাঞ্চল্য]
স্থানীয় বাসিন্দা স্বপ্না চক্রবর্তী অভিযোগ করে বলেন, মাঝেমধ্যেই নেশাগ্রস্ত হয়ে সুকান্ত তাঁর ঠাকুরমার উপর অত্যাচার চালাত। পারিবারিক ব্যাপার বলে তাঁরা সেভাবে এগোতেন না। কিন্তু এদিন সকালে অত্যাচারের মাত্রা অতিরিক্ত হয়ে যায়। এলাকার মহিলারা ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানান। খবর দেওয়া হয় পুলিশে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.