Advertisement
Advertisement

Breaking News

Barasat

ধারের টাকা আদায় করতে গিয়ে জুটল বেদম প্রহার, বারাসতে মৃত বৃদ্ধ

মারধরের জেরে জখম আরও ২জন ভর্তি হাসপাতালে।

Man beaten to death after asking to pay dues in Barasat

প্রতীকী ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:November 3, 2024 7:39 pm
  • Updated:November 3, 2024 7:41 pm  

অর্ণব দাস, বারাসত: ধারের টাকা চাইতে গিয়ে মর্মান্তিক পরিণতির শিকার বৃদ্ধ। লাঠি, বাঁশ দিয়ে মারধরের জেরে মৃত্যু হল বৃদ্ধের। রবিবার দত্তপুকুর থানার জাফরপুর এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম ওসমান আলি, বয়স ৬৫ বছর। যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত এনিয়ে থানায় অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছেন বারাসতের এসডিপিও বিদ্যাগর অজিঙ্কা অনন্ত। তিনি জানিয়েছেন, বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। তবে এখনও থানায় অভিযোগ জানানো হয়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধ ওসমান আলির ছেলে আখের আলি। একই গ্রামের বাসিন্দা জাকির আলিকে তিনি সাড়ে ২৫ হাজার টাকা ধার দিয়েছিলেন। অভিযোগ, রবিবার বাবা-ছেলে মিলে ধারের টাকা ফেরত চাইতে গেলেই বিবাদ বাঁধে। লাঠি, বাঁশ দিয়ে তাঁদের মারধর করা হয়। অভিযুক্তদের মধ্যে দুজনও এই ঘটনায় আহত হন। সকলকেই নিয়ে যাওয়া হয় বারাসত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে। ওসমানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement
মৃত ওসমান আলি।

মৃতের ভাই হাসেম আলি বলেন, “মাস ছয়েক আগে ভাইপো ওদের টাকা ধার দিয়েছিল। কিন্তু সেই টাকা এখনও শোধ করেনি। তাই এদিন দাদা চাইতে গিয়েছিল। কিন্তু টাকা দেওয়ার বদলে ওরাই উলটে বিবাদ বাঁধায়। দাদাকে খুব মারধর করে। গায়ে গরম জল ঢেলে দেয়। আমার উপরও হামলা চালাতে এসেছিল।” ওসমানের স্ত্রীর অভিযোগ আবার বিস্ফোরক। তিনি বলেন, ”স্বামীকে মারধর করে ঘরে আটকে দেয়। তাই তখনই হাসপাতালে নিয়ে যেতে পারিনি। যদি হাসপাতালে নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো বেঁচে যেত।” যদিও অভিযুক্তর স্ত্রী আজমিরা বিবির দাবি, ”টাকা চাইতে এসে ওরাই আমাদের মারধর করেছে, ইট ছুড়েছে। আমাকে টেনে নিয়ে যেতে চেয়েছিল। তাই আমাদের বাড়ির লোক প্রতিবাদ করে। ওদের হাতেই দেওর আর আমার স্বামী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। ওদের ঠেকাতে গিয়ে শাশুড়ির হাতেও আঘাত লেগেছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement