ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সাইকেল নিয়ে দিঘার জগন্নাথ ধামে যাওয়ার সময় হামলার মুখে পড়লেন দুর্গাপুরের এক বাসিন্দা! মারধর, ঝান্ডা খুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের এগরার বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এমনকী ওই ব্যক্তির ধর্ম পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযুক্তরা। এমনটাই অভিযোগ ‘আক্রান্ত’ ব্যক্তির। নিজেদের ‘হিন্দুদের রক্ষকর্তা’ বলে দাবি করা বিজেপির কর্মীরা তাঁকে এলাকা ছেড়ে যেতে বাধ্য করে বলেও অভিযোগ। সঙ্গে হুমকি দেওয়া হয়, সাইকেলে লাগানো ঝান্ডা না খুললে শুভেন্দু অধিকারীর এলাকায় ঢুকলে তাঁকে আরও সমস্যায় পড়তে হবে।
বুধবার দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন (Digha Jagannath Temple Inauguration) করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘাজুড়ে সাজসাজ রব। চলছে হোম যজ্ঞ। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সাইকেল নিয়ে দিঘায় রওনা দেন দুর্গাপুরের বাসিন্দা স্বপনকুমার ঘোষ। তাঁর অভিযোগ, বেলদা ছেড়ে এগরা রোড ধরে কিছুটা এগিয়ে পণ্ডিত ধাবায় খাবার নিতে ও কিছুক্ষণ বিশ্রাম নিতে যান। সেই সময় কয়েকজন বিজেপি কর্মী আচমকা তাঁর দিকে তেড়ে এসে একাধিক প্রশ্ন করতে থাকেন। তারপর সাইকেল থেকে ঝান্ডা খুলে ফেলতে বলেন তাঁরা। তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। এরপর স্বপনবাবু কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসেন দিঘায়।
তাঁর কথায়, “সম্প্রীতির বার্তা নিয়ে আমি দুর্গাপুর থেকে দিঘায় এসেছি। বেলদা রোড ছেড়ে, এগরা রোড ধরার পর পণ্ডিত ধাবায় যেতেই আমার দিকে ছুটে আসেন কয়েকজন বিজেপি কর্মী। মারধর করে, ঝান্ডা খুলে নেওয়ার চেষ্টা করেন। হুমকি দেয় এরপর শুভেন্দু অধিকারীর এলাকা। সেখানে সমস্যা হবে।” তিনি আরও বলেন, “আমার ধর্ম পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছে। আমাকে মুসলিম বলা হয়। আমি বলি আপনারা জানেন না, ঘোষ কোনও সম্প্রদায়ের। এরপরে আর কোনও ঝামেলা না বাড়িয়ে সেখান থেকে চলে আসি।” জয়শ্রী রাম স্লোগান দিতেও তাঁকে জোর করা হয় বলে দাবি। স্বপনবাবু বলেন, “আমি জয় জগন্নাথ বলেছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.