Advertisement
Advertisement

নগ্ন ছবি ভাইরাল করার হুমকি দিয়ে প্রেমিকাকেই ধর্ষণ!

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

Man allegedly rape a woman on the promise of marriage in Bongaon
Published by: Tanumoy Ghosal
  • Posted:October 30, 2018 9:16 pm
  • Updated:October 30, 2018 9:16 pm  

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: বিয়েবাড়িতে আলাপ৷ কয়েক মাসের মেলামেশা, প্রেম৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসই শুধু নয়, প্রেমিকের বিরুদ্ধে রীতিমতো ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী৷ ওই তরুণীর দাবি, নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দিনের দিন তাঁকে ধর্ষণ করেছে অভিযুক্ত৷ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটায়৷

[ নেশার টাকা না পেয়ে ভাইকে পিটিয়ে খুন মদ্যপ যুবকের]

Advertisement

অভিযুক্তের নাম নীতীশ মণ্ডল৷ বাড়ি গাইঘাটার শিমূলপুরে৷ অভিযোগকারিনী তরুণীরও গাইঘাটারই বাসিন্দা৷ তাঁর বাড়ি পানিশালায়৷ জানা গিয়েছে, কয়েক মাসে আগে এলাকায় একটি বিয়েবাড়ি দু’জনেরই নিমন্ত্রণ ছিল৷ সেখানে অভিযুক্ত নীতীশের সঙ্গে আলাপ হয় নির্যাতিতা তরুণীর৷ আলাপ থেকে বাড়ি ঘনিষ্ঠতা৷ অভিযুক্তের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় ওই তরুণীর৷ কিন্তু সেই সম্পর্ক সুখের হয়নি৷ অন্তত তেমনই দাবি গাইঘাটার পানিশালা এলাকার বাসিন্দার ওই তরুণীর৷ ওই তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে নীতীশ৷ শুধু তাই নয়, প্রেমিকের সঙ্গে যখন ঘনিষ্ঠ হয়েছিলেন, তখন তাঁর বেশ কয়েকটি নগ্ন ছবিও তুলে রেখেছিল ওই যুবক৷ বিয়ের জন্য চাপ দিলে, সেই ছবি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে হুমকি দেয় সে৷ চলে লাগাতার ধর্ষণও৷ যদিও প্রথমে অবশ্য লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলেননি নির্যাতিতা তরুণী৷ শেষপর্যন্ত আর সহ্য করতে না পেরে নীতীশ মণ্ডলের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছেন তদন্তকারীরা৷

[ সাফারি পার্কে মৃত্যু রয়্যাল বেঙ্গল শাবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement