Advertisement
Advertisement

Breaking News

Malda

স্ত্রীর কান ছিঁড়ে ‘অত্যাচার’, থানায় অভিযোগ জানানোয় শ্বশুরবাড়িতে আগুন লাগাল জামাই

ভস্মীভূত গোটা বাড়ি।

Man allegedly put fire in his In-Law's house in Malda । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:December 3, 2023 10:32 am
  • Updated:December 3, 2023 10:32 am  

বাবুল হক, মালদহ: শ্বশুরবাড়ির সঙ্গে বিবাদের জের। স্ত্রীর কান টেনে ছিঁড়ে গলায় ফাঁস লাগিয়ে খুনের চেষ্টা। থানায় অভিযোগ দায়ের করায় শ্বশুরবাড়িতে আগুন লাগাল জামাই। ভস্মীভূত গোটা বাড়ি। মালদহের মানিকচকের চৌকি মিরদাদপুর অঞ্চলের করিটোলা এলাকায় চাঞ্চল্য।

১১ বছর আগে সালাবাতগঞ্জ মোমিনটোলার শেখ রফিকুলের সঙ্গে মালদার মানিকচকের চৌকি মিরদাদপুরের করিটোলার রিনা বিবির বিয়ে হয়। বর্তমানে দুই সন্তানের মা তিনি। অভিযোগ, শেখ রফিকুল প্রায়দিনই মাত্রাতিরিক্ত মদ্যপান করে। স্ত্রীকে অত্যন্ত মারধরও করত সে। শ্বশুরবাড়িতে প্রায়দিনই তা নিয়ে অশান্তি লেগেই থাকত।

Advertisement

[আরও পড়ুন: ফাঁস রুখতে মাস্টারস্ট্রোক, মাধ্যমিকের প্রশ্নপত্রে থাকবে ‘স্বতন্ত্র কোড’]

রিনা বিবি জানান, “স্বামী আমাকে প্রায় মারধর করে। বৃহস্পতিবার রাতে আমার কান টেনে ছিঁড়ে দেয়। এর পর গলার গামছার ফাঁস দিয়ে আমাকে খুনের চেষ্টা করে। স্থানীয়রা উদ্ধার করে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। বাপের বাড়ি চলে আসার পর মানিকচক থানায় অভিযোগ দায়ের করি। থানা থেকে ছাড়া পেয়ে চুপিসারে বাড়িতে ঢুকে। আমার বাপের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছি।”

বাড়ি পুড়ে যাওয়ায় দুশ্চিন্তায় রিনা বিবির দাদা শেখ সন্টু আলি। বলেন, “শেখ রফিকুল আমার বোনকে প্রায় মারধর করে। বোনের বিড়ি বাঁধার টাকা নিয়ে মদ খায়। আমার বোনকে মারধর করে। আমাদের বাড়িতে আগুন লাগিয়েছে। সব কিছু পুড়ে ছারখার হয়ে গিয়েছে। পুলিশে অভিযোগ জানিয়েছি। অপরাধীর শাস্তি চাই।”

[আরও পড়ুন: শয্যাশায়ী ক্যানসার আক্রান্ত শরীর, জুনিয়র মেহমুদের মন ভালো করতে হাজির জনি লিভার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement