Advertisement
Advertisement

মদ্যপান নিয়ে অশান্তি, শিলিগুড়িতে ধারালো অস্ত্রের কোপে স্ত্রীকে খুন যুবকের

অভিযুক্তকে গণধোলাই স্থানীয় বাসিন্দাদের৷

Man allegedly murders wife
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 25, 2018 5:22 pm
  • Updated:December 25, 2018 5:22 pm  

শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: দাম্পত্য জীবন সুখের ছিল না৷ পারিবারিক অশান্তির কারণে শেষ পর্যন্ত ধারালো অস্ত্রের কোপে স্ত্রীকে খুন করে দিল এক যুবক৷ বড়দিনের সকালে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে৷ ঘটনার পর অভিযুক্তকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা৷ গণধোলাইয়ের পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷

বড়দিনে যখন রাজ্যজুড়ে উৎসবের আমেজ, তখন মর্মান্তিক ঘটনা ঘটে গেল শিলিগুড়ির জাবরাভিটা এলাকায়৷ স্থানীয় সূত্রে খবর, মদে আসক্তি ছিল স্থানীয় যুবক সুমন দাসের৷ স্ত্রী শম্পার সঙ্গে নেশা করা নিয়ে রোজই অশান্তি হত তার৷ মঙ্গলবারও যথারীতি মদ্যপান করেছিল সুমন৷ সাতসকালে ফের স্বামী-স্ত্রীর অশান্তি শুরু হয়৷ অশান্তি চলাকালীন আচমকাই ছুরি নিয়ে শম্পার উপর ঝাঁপিয়ে পড়ে সুমন৷ ওই গৃহবধূর চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি মহকুমা হাসপাতালে। পরে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ কিন্তু, শেষরক্ষা হয়নি৷ মারা যান শম্পা দাস৷ এদিকে এই ঘটনার পর অভিযুক্ত সুমন দাসকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা৷ শুরু হয় গণধোলাই৷ শেষপর্যন্ত তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ তবে এমন মর্মান্তিক ঘটনার পরও বিন্দুমাত্র অনুতপ্ত নয় সুমন৷ ওই যুবকের দাবি, মাস ছয়েক আগে স্ত্রী শম্পার জন্য নাকি তার বাবা মারা গিয়েছেন! তাই শম্পাকেও পৃথিবী থেকে সরিয়ে দিল সে৷

Advertisement

[ইটভাটায় দেওয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু, উত্তেজনা নদিয়ার পানিহাটিতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement