অর্ণব দাস, বারাকপুর: বাড়ি তাঁদের নামে লিখে দিতে হবে। বাবার উপর ক্রমাগত চাপ দিত মেয়ে এবং জামাই। এবার সম্পত্তির লোভে বাবাকে মারধরের অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। অভিযোগ, তাদের মারের চোটে প্রাণ গেল বৃদ্ধের। বুধবারের বারাকপুরে (Barrackpore) মোহনপুর থানার জাফরপুর চালবাজারের এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। নিখোঁজ অভিযুক্ত জামাই।
জাফরপুর চালবাজার এলাকার বাসিন্দা আসগর আলি (৬২)। তাঁর বাড়িতেই থাকত মেয়ে শারিনা বিবি এবং জামাই শাহিদ আলি। ঘটনার পর থেকেই অভিযুক্ত জামাই এলাকা ছেড়ে চম্পট দেয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। মৃতের মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহটি।
মৃতের পরিবারের অভিযোগ, বৃদ্ধ আসগরকে বাড়ি লিখে দেওয়ার জন্য প্রায়ই চাপ দিত মেয়ে এবং জামাই। এই নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। বুধবারও এই একই কারণে মেয়ে এবং জামাইয়ের সঙ্গে বচসা বাঁধে তাঁর। অভিযোগ, এরপরই বৃদ্ধকে মেয়ে এবং জামাই মিলে মারধর করে। জামাইয়ের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ শ্বশুর। ইট দিয়ে বৃদ্ধের উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ। জখম বৃদ্ধকে বারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
এবিষয়ে মৃতের স্ত্রী শাবেরা বিবি বলেন, “মেয়ে-জামাই আমাদের বাড়ি দখল করতে চেয়েছিল। এই নিয়ে ওরা প্রায়ই ঝগড়া করত। এদিন আমার স্বামী কাজে বেরনোর সময় মেয়ে ও জামাই অশান্তি শুরু করে। ওরা স্বামীর উপর চড়াও হয়। মারধর করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর ইট-পাথর দিয়ে হামলা চালায়। ওরাই আমার স্বামীকে মারধর করে মেরে ফেলল। সম্পত্তির লোভেই ওরা এটা করেছে।” এদিন প্রতিবেশী খাদেজা ইয়াসমিন বলেন, “সম্পত্তি নিয়েই ওদের বাড়িতে প্রায় প্রতিদিনই ঝামেলা হত। এদিন ভোরেও ঝগড়া শুরু হয়। আমরা চিৎকার শুনে গিয়ে দেখি বৃদ্ধ মাটিতে পড়ে রয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.