Advertisement
Advertisement

Breaking News

মদ্যপ ছেলের অত্যাচারে অতিষ্ঠ পরিবার! বাবার হাতে ‘খুন’ যুবক

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার পুলিশ।

Man allegedly murdered son in Siliguri | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 2, 2023 8:07 pm
  • Updated:October 2, 2023 8:07 pm  

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: মদ্যপ ছেলের জ্বালায় অতিষ্ঠ বাবা। শেষপর্যন্ত মুক্তি পেতে ছেলেকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ঘটনাটি শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া সংলগ্ন নিচিন্দপুর চা বাগান এলাকায়। ইতিমধ্যে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম বিশাল শবর(৩০)। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিশাল মাঝেমধ্যেই মদ্যপ অবস্থায় পরিবারের সদস্যদের ওপর অত্যাচার চালাত। যা নিয়ে পরিবারের সদস্যরা জেরবার ছিলেন। অভিযোগ, রবিবারও মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে অত্যাচার শুরু করে ওই যুবক। জানা গিয়েছে, স্ত্রী,মা-সহ অন্যান্যদের ওপর শারীরিক অত্যাচার চালাতেন তিনি। রবিবার যা চরমে পৌঁছয়। সেই পরিস্থিতিতে আচমকাই ছেলের উপর হাঁসুয়া দিয়ে কোপ বসায় কাতানু শবর।

Advertisement

[আরও পড়ুন: অভিষেকের ‘বঞ্চনা’ তোপ, পালটা ‘দুর্নীতি’ অস্ত্রে শান অনুরাগের]

 

ঘটনার জেরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে সেখানেই মৃত্যু হয় বিশালের। ঘটনার খবর পৌঁছয় মাটিগাড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি মৃত যুবকের বাবাকে গ্রেপ্তার করে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরেই এই মর্মান্তিক পরিণতি হয়েছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

সোমবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তার পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন। ঘটনা প্রসঙ্গে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এডিসিপি শুভেন্দ্র কুমার বলেন, “খুনের একটি মামলা রুজু করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

[আরও পড়ুন: ‘রাজ্য সরকার তো চাকরি দিতে চায়’, নিয়োগ তদন্তে ‘ব্যর্থ’ সিবিআইকে বিঁধলেন অভিষেক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement