Advertisement
Advertisement
Murder

অন্যের স্ত্রীকে বিয়ের শাস্তি! বেলঘরিয়ার জঙ্গল থেকে উদ্ধার যুবকের দেহ

অভিযুক্তরা এখনও পলাতক।

Man allegedly murdered in Baranagar | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 11, 2024 1:13 pm
  • Updated:February 11, 2024 1:13 pm  

অর্ণব দাস, বারাকপুর: ত্রিকোণ প্রেমের জেরে খুনের অভিযোগ উঠল বরানগরে! অন্যের স্ত্রীকে বিয়ে করায় প্রাণ গেল যুবকের। অভিযোগের তির মৃতের স্ত্রীর প্রখম স্বামীর দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বরানগর নিরঞ্জন সেন নগর এলাকায়। অভিযুক্তরা এখনও পলাতক।

ওই এলাকার বাসিন্দা তাপস সাহা। এলাকারই আরেক যুবক শিবু দাসের স্ত্রীকে বিয়ে করেন তাপস। তার পর থেকেই শিবু দাস তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত বলে অভিযোগ। গতকাল রাতে রোজকার মতো তাপস কাজ থেকে বাড়ি ফিরছিলেন। আর সেই সময় শিবু তাঁর দলবল নিয়ে তাপসের উপর চড়াও হয় বলে অভিযোগ। তাপসকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করে বেলঘরিয়া সিসিআর ব্রিজের কাছে জঙ্গলে ফেলে দেয় বলেও দাবি। 

Advertisement

[আরও পড়ুন: মনুয়া কাণ্ডের ছায়া অশোকনগরে, প্রেমিকের সঙ্গে ফন্দি এঁটে স্বামীকে ‘খুন’ যুবতীর!]

তাপসকে মারধরের ঘটনা ফোন করে স্ত্রীকে জানায় শিবু। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে বরানগর নিরঞ্জন সেন নগর এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বেলঘরিয়া ও বরানগর থানার পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত শিবু ও তাঁর দলবল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর ও বেলঘড়িয়া থানার পুলিশ।

[আরও পড়ুন: ফের CAA অস্ত্রে শান! লোকসভার আগেই লাগু হবে নাগরিকত্ব আইন, বড় ঘোষণা শাহর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement