Advertisement
Advertisement

Breaking News

Man allegedly killed his wife's boy friend

ঘরে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ স্ত্রী, মেজাজ হারিয়ে যুবককে পিটিয়ে খুন স্বামীর

খুনের কথা স্বীকার অভিযুক্তের।

Man allegedly killed his wife's boy friend in South 24 Pargana ।Sangbad Pratidin

প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:June 18, 2021 9:41 am
  • Updated:June 18, 2021 9:44 am  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: পরকীয়া সম্পর্ক রয়েছে স্ত্রীর। তা কানাঘুষোয় টের পেয়েছিলেন স্বামী। তবে বাড়িতে ঢুকে স্ত্রীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাবেন, তা স্বপ্নেও ভাবেননি তিনি। সেই দৃশ্য দেখে নিজেকে আর স্থির রাখতে পারেননি স্বামী (Husband)। স্ত্রীর প্রেমিককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। খুনের কথা স্বীকার করেছে স্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana) জীবনতলা থানার ফকির তকিয়া এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, পেশায় দিনমজুর মধু সর্দার বৃহস্পতিবার বাড়িতে ছিলেন না। বাড়ি ফেরার কথা ছিল শনিবার। কিন্তু কাজ না হওয়ায় বাড়িতে ফিরে আসেন। বাড়ি ফিরে দেখেন স্ত্রী (Wife) সোমা সর্দার তার প্রেমিক শম্ভু সরকারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় বাড়িতে রয়েছেন। এই দৃশ্য দেখার পরে মাথার ঠিক থাকতে পারেননি স্বামী। তিনি লাঠি দিয়ে স্ত্রীর প্রেমিক শম্ভুকে খুন করে। নিহতের বাড়ি উত্তর ২৪ পরগনার সরবেড়িয়া এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছে মঠেরদিঘী ব্লক হাসপাতালে। সেখান থেকে যাওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

[আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে ভাসছে বাংলা, আপাতত স্থগিত মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর]

এই ঘটনায় অভিযুক্ত মধু সর্দারকে গ্রেপ্তার করেছে জীবনতলা থানা পুলিশ। স্ত্রীর প্রেমিককে (Boy Friend) পিটিয়ে খুন করার কথা স্বীকার করেছে স্বামী। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে জীবনতলা থানার পুলিশ। ওই মহিলাকেও জিজ্ঞাসাবাদ  করবে পুলিশ। এই ঘটনায় কার্যত তাজ্জব এলাকাবাসী।

[আরও পড়ুন: রাতে রেললাইনের কাজ চলাকালীন টানেলে নামল ধস, কালিম্পংয়ে মৃত ২ শ্রমিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement