Advertisement
Advertisement
Murshidabad

ধারের টাকা মেটানোর নামে বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন, সুতিতে আটক ৩

বন্ধুকে ৭০ হাজার টাকা ধার দিয়েছিলেন মৃত যুবক।

Man allegedly killed by friends in Murshidabad 3 detained | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:May 23, 2023 3:19 pm
  • Updated:May 23, 2023 3:19 pm  

শাহজাদ হোসেন, ফরাক্কা: ধারের টাকা মেটানোর টোপ। ডেকে নিয়ে গিয়ে যুবককে খুনের অভিযোগ উঠল তাঁরই তিন বন্ধুর বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সুতির মহেশাইলে। এই ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মান্টু শেখ (২৭)। বাড়ি সুতির মহেশাইল গ্রামে। মৃত যুবকের পরিবারের অভিযোগ, মান্টু দিন তিনেক আগে গ্রামের যুবক বিশ্বজিৎ দাসকে ৭০ হাজার টাকা ধারর দিয়েছিলেন। নগদের বিনিময়ে নিজের বাইকটি মান্টুর কাছে জমা রেখেছিলেন বিশ্বজিৎ। পরিবারের দাবি, বাইক বিক্রি করে ধার মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন গ্রাম্য যুবক।

Advertisement

[আরও পড়ুন: সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ‘ব্রাত্য’ BJP, রাজ্যপালের কাছে নালিশ]

সোমবার রাত আটটা নাগাদ এসে বাইক বিক্রির কথা জানিয়েছিলেন বিশ্বজিৎ। ধার মেটানোর নাম করে মান্টুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তিনি। রাতে আর বাড়ি ফেরেননি মান্টু। মঙ্গলবার ভোরে সুতির মহেশাইল তারাপুর মাঠে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পুলিশ বিশ্বজিৎ দাস, সুরজ শেখ ও অজয়কুমার দাসকে আটক করেছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।

[আরও পড়ুন: রাজ্যে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা, তীব্র গরম থেকে বিকেলেই মিলতে পারে রেহাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement