Advertisement
Advertisement

শিশুচোর সন্দেহে মারধরে মৃত্যু, প্রতিবাদে পুলিশের গাড়ি ভাঙচুর ক্ষুব্ধ জনতার

পরিস্থিতি সামাল দিতে পালটা লাঠিচার্জ করে পুলিশ৷

Man allegedly beaten to death
Published by: Sayani Sen
  • Posted:February 10, 2019 6:05 pm
  • Updated:February 10, 2019 6:05 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: শিশুচোর সন্দেহে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত মগরাহাটের বাণীবেড়িয়া এবং আতাসুরা এলাকা৷ বাণীবেড়িয়ার ঘটনায় প্রাণহানিও হয়েছে একজনের৷ অন্যদিকে আতাসুরার ঘটনায় জখম হয়েছে এক কিশোর-সহ তিনজন৷ তাঁদের ডায়মন্ড হারবার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসা চলছে৷ আহতদের পরিজনেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের গাড়িতেও চলে ব্যাপক ভাঙচুর৷ পালটা লাঠিচার্জ করে পুলিশ৷

[ফের অসমে দুই বাঙালি খুন, কাটা পড়ল আরও দু’জনের হাত]

রবিবার সকালে মগরাহাটের বাণীবেড়িয়ায় ধানখেতের মধ্যে একজনের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা৷ খবর দেওয়া হয় পুলিশে৷ ঘটনাস্থলে পৌঁছে বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়৷ উদ্ধারের সময় মৃতদেহে একাধিক জায়গায় ক্ষতচিহ্ন দেখতে পায় পুলিশ৷ মগরাহাট গ্রামীণ হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়৷ স্থানীয় সূত্রে খবর, নিহত ব্যক্তি এই এলাকার বাসিন্দা নন৷ শনিবার রাতে তাঁকে এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর৷ কী কারণে তিনি ওই এলাকায় এসেছেন, সে বিষয়ে কোনও প্রশ্ন না করেই বেশ কয়েকজন তাঁকে মারধর করতে শুরু করেন৷ রক্তাক্ত অবস্থায় হাজারও কাকুতিমিনতি করেন তিনি৷ তবে কেউ তাতে কান দেয়নি৷ মারধরের জেরে অচৈতন্য হয়ে পড়েন ওই ব্যক্তি৷ কিছুক্ষণ পর মারাও যান তিনি৷ এরপর ধানখেতে দেহ ফেলে রেখে পালিয়ে যায় স্থানীয়রা৷ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ৷ তবে এখনও কাউকেই গ্রেপ্তার করা যায়নি৷ কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ৷

Advertisement

[বেঙ্গালুরুতে প্রয়াত রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী যোগেশ বর্মন]

গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে বাণীবেড়িয়ার মতো অশান্তির আঁচে জ্বলছে আতাসুরা৷ শনিবার রাতে অজ্ঞাতপরিচয় এক কিশোর-সহ তিনজনকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা৷ লোকমুখে রটে যায় তিনজন চুরি করতে এই এলাকায় এসেছে৷ শুরু হয় গণধোলাই৷ মারধরের চোটে অসুস্থ হয়ে  যায় ১ কিশোর এবং ২ যুবক৷ অচৈতন্য অবস্থায় এলাকারই কয়েকজন তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করে৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহতদের ডায়মন্ড হারবার গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ এদিকে, এই ঘটনার প্রতিবাদে আক্রান্তদের পরিজনেরা আতাসুরায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ৷ গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা৷ পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ করে পুলিশ৷ নামানো হয় ব়্যাফ৷ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement