জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: শিয়রে বিধানসভা নির্বাচন (Assembly Election 2021)। বাংলা দখলের চেষ্টায় মরিয়া বিজেপি। বনগাঁয় মতুয়াদের মন জয়ই লক্ষ্য। এই আবহে মতুয়া বাড়ির অন্দরের রাজনৈতিক সমীকরণও কি বদলাতে চাইছে গেরুয়া শিবির? প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের বক্তব্য ঘিরে তৈরি হয়েছে সেই জল্পনা।
প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর একটি সাংবাদিক বৈঠক করেন। দাবি, রাজ্যের বাইরে থাকা মতুয়া সংঘের সদস্যদের মাধ্যমে বেশ কয়েকবার তাঁর কাছে বিজেপিতে (BJP) যোগদানের প্রস্তাব এসেছিল। তবে কি শান্তনু ঠাকুরের মতো তিনিও যোগ দিতে চলেছেন পদ্ম শিবিরে? হাতে তুলে নিতে চলেছেন বিজেপির পতাকা? এমনই নানা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে। তবে সেই জল্পনায় জল ঢাললেন খোদ প্রাক্তন তৃণমূল সাংসদ। তিনি সাফ জানিয়েছেন, তৃণমূল (TMC) থেকে যথেষ্ট সম্মান পেয়েছেন। তাঁর পরিচিতি শুধুমাত্র ঘাসফুল শিবিরের জন্য। তাই তৃণমূল ছাড়ার কোনও প্রশ্ন ওঠে না। বিজেপি একেবারেই না-পসন্দ বলেও দাবি মমতাবালা ঠাকুরের। উল্লেখ্য, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তৃণমূলে বাড়ছে ‘বেসুরো’দের ভিড়। তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদানের যেন হিড়িক লেগেছে। এই প্রেক্ষাপটে মমতাবালা ঠাকুরের মন্তব্য ঘাসফুল শিবিরকে অক্সিজেন জোগাচ্ছে।
শান্তনু ঠাকুর দলবদল করে তৃণমূলে যোগ দেবেন বলেও শোনা গিয়েছে। সে দাবি যদিও পুরোপুরি নস্যাৎ করেননি মমতাবালা ঠাকুর। শান্তনু ঠাকুরের তৃণমূলে যোগ দেওয়া কিংবা না দেওয়ায় কিছুই যায় আসে না বলেই দাবি তাঁর। এছাড়াও এদিনের সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও সুর চড়ান মমতাবালা ঠাকুর। কেন্দ্রের বিজেপি সরকার CAA কার্যকর করার নামে মতুয়াদের অপমান করছে বলেই দাবি তাঁর। নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ স্লোগান কাণ্ডেও মুখ খোলেন প্রাক্তন তৃণমূল সাংসদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়ে ওই স্লোগানের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর পাশাপাশি গোটা দেশবাসীকে বিজেপি অসম্মান করেছে বলেই দাবি তাঁর।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.