Advertisement
Advertisement
Amit Shah

‘মতুয়াদের ভাঁওতা দিতে আসছেন’, ঠাকুরনগরে অমিত শাহর সভা নিয়ে কটাক্ষ মমতা ঠাকুরের

১১ তারিখ ঠাকুরনগরে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Mamata Thakur slams Amit Shah's visit by saying that he will come to make Motua people fool |SangbadPratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 7, 2021 8:49 pm
  • Updated:February 7, 2021 8:49 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ঠাকুরনগরের মতুয়া মহলে অমিত শাহর (Amit Shah) জনসভা ঘিরে ফের জমে উঠল রাজনৈতিক তরজা। মতুয়াদের ভাঁওতা দিতে ঠাকুরনগরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ফের এমনই বিস্ফোরক অভিযোগে সরব মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর (Mamatabala Thakur)। রবিবার বনগাঁয় মতুয়া মহাসংঘের ধর্ম সম্মেলনে যোগ দেন তিনি। পালটা তৃণমূলের বিরুদ্ধে মতুয়াদের নিয়ে রাজনীতি করার অভিযোগ তুললেন বিজেপি স্থানীয় নেতৃত্ব। বনগাঁ সাংগঠনিক জেলার যুব সভাপতির কথায়, ”মতুয়াদের নিয়ে রাজনীতি করেছে তৃণমূল কংগ্রেসই।”

শুক্রবার থেকে বনগাঁ খেলাঘর ময়দানে শুরু হয়েছে দশম মতুয়া (Motua) ধর্ম সম্মেলন। রবিবার সেখানে যোগ দিতে এসেছিলেন সংঘাধিপতি মমতা ঠাকুর। মতুয়া সম্প্রদায়ের মানুষজনকে সঙ্গে নিয়েই তিনি বলেন, “মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কিছু নেই। ইতিমধ্যে আমরা এ দেশের নাগরিক।উনি আসছেন ভাঁওতা দিতে।” তাঁর এই বক্তব্যকে সমর্থন করেন মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস বলেন, ”অমিত শাহ ভোট পাখি, ভোটের জন্য আসছেন৷ আমরা নাগরিক৷ মতুয়ারা কোনও অন্যায় বরদাস্ত করবে না।”

Advertisement

[আরও পড়ুন: উধাও স্বস্তি, সংক্রমণ কমলেও ফের রাজ্যে বাড়ল করোনায় মৃতের সংখ্যা]

তবে মমতা ঠাকুরের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বনগাঁর যুব বিজেপি নেতৃত্ব। বনগাঁ সাংগঠনিক জেলার যুব সভাপতি রাজীব রায়ের বক্তব্য, ”কে কাকে ভাঁওতা দিচ্ছে, তা বোঝাই যাচ্ছে। মমতা ঠাকুর তা সবচেয়ে ভাল বোঝেন। কারণ, এতদিন মতুয়াদের নিয়ে রাজনীতি করেছে তৃণমূল কংগ্রেস। আমরা কোনও আবেগের রাজনীতি করিনি। আমরা মতুয়াদের সার্বিক উন্নতি চাই।” আগামী ১১ তারিখ অমিত শাহ আসছেন ঠাকুরনগরে। এর আগে ৩০, ৩১ তারিখ বাংলায় তাঁর জনসভার কথা থাকলেও, বিশেষ কারণে তা বাতিল হয়েছে। এ নিয়ে মতুয়া মহলে তীব্র অসন্তোষ তৈরি হয়। তবে পরবর্তীতে আলোচনা সাপেক্ষে ১১ তারিখ সেই সভা হবে একই মঞ্চে। সেখানে তাঁর কাছ থেকে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বার্তা পাওয়ার আশা করছেন মতুয়ারা।

[আরও পড়ুন: ‘ক্ষমতা থাকলে পাণ্ডবেশ্বর থেকে দাঁড়ান, হারাবই’, শুভেন্দুকে চ্যালেঞ্জ জিতেন্দ্র তিওয়ারির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement