Advertisement
Advertisement

টাকার অভাবে চা শ্রমিকরা মারা যাচ্ছেন, মোদিকে তোপ মমতার

মোদি বিরোধিতায় আবারও সরব মুখ্যমন্ত্রী৷

Mamata slams Modi on International Tea Day
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 15, 2016 3:02 pm
  • Updated:June 22, 2022 3:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার আন্তর্জাতিক চা দিবস৷ কিন্তু নোট বাতিলকে কেন্দ্র করে বর্তমানে রাজ্যের চা শ্রমিকদের অবস্থা শোচনীয়৷ শুধু তাই নয়, টাকার অভাবে কাজ হারাচ্ছেন বহু চা শ্রমিক৷ অর্থাভাবে দু’বেলা দু’মুঠো খেতে পর্যন্ত পাচ্ছেন না  তাঁরা৷ আর তাই আন্তর্জাতিক চা দিবসের দিন চা শ্রমিকদের জন্য আবার মোদির কাছে নোট বাতিলের সিদ্ধান্তর বিরোধিতা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷

এদিন আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে দুটি টুইট করেন মুখ্যমন্ত্রী৷ টুইটে মুখ্যমন্ত্রী কেন্দ্র এবং আরবিআইয়ের কাছে চা শ্রমিকদের কাছে মজুরি পৌঁছে দেওয়ার আর্জি জানিয়েছেন৷ টুইটটিতে তিনি লিখেছেন, “আন্তর্জাতিক চা দিবসে কেন্দ্রর এবং আরবিআইয়ের কাছে অনুরোধ করছি চা শ্রমিকদের কাছে সাহায্য পৌঁছে দিতে৷”

Advertisement

অপর একটি টুইটে মুখ্যমন্ত্রী বলেন, “চা বাগানের শ্রমিকরা নোট বাতিলের জন্য না খেতে পেয়ে মারা যাচ্ছেন৷ আরবিআইয়ের উচিত শ্রমিকদের বকেয়া টাকা ডিএম মারফত পৌঁছে দেওয়া৷”

কার্যত এদিনও মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের পক্ষে কথা বলতে গিয়ে মোদির বিরোধিতায় সরব হন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement