Advertisement
Advertisement

Breaking News

LIVE: রেড রোডে সবুজ শপথ

রেড রোডে সবুজ শপথ

Mamata oath Taking ceremony live
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 27, 2016 12:43 pm
  • Updated:August 20, 2020 8:52 pm  

02:32। নবান্নে পৌঁছে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

01:55। রেড রোড পর্ব শেষে নবান্নে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি। গার্ড অফ অনার দেওয়া হবে তাঁকে।

Advertisement

01:10। মন্ত্রীদের শপথ বাক্য পাঠ শেষে জাতীয় সঙ্গীত।

01:06। শ্যামল সাঁতরা, জাকির হুসেন, ইন্দ্রনীল সেন, লক্ষ্মীরতন শুক্লা পাঠ করলেন শপথ বাক্য।

01:05।  গিয়াসুদ্দিন মোল্লা, মহম্মদ গোলাম রব্বানি, বাচ্চু হাঁসদা, সন্ধ্যারানি টুডু শপথ নিলেন মন্ত্রী হিসেবে।

mamata-9

01:02। স্বপন দেবনাথ, মন্টুরাম পাখিরা, শশী পাঁজা, অসীমা পাত্র, সিদ্দিকুল্লা চৌধুরী শপথ বাক্য পাঠ করলেন রাজ্যপালের সামনে।

01:01। আশিস বন্দ্যোপাধ্যায়, জেমস কুজুর, তপন দাশগুপ্ত শপথ নিলেন এই মুহূর্তে। সকলকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন রাজ্যপাল।

12:58। শপথ নিলেন চন্দ্রনাথ সিনহা, চূড়ামণি মাহাতো, মলয় ঘটক, রাজীব বন্দ্যোপাধ্যায়, সৌমেন মহাপাত্র।

lalu

12:55। শপথ বাক্য পাঠ করছেন পুর্ণেন্দু বসু, ব্রাত্য বসু, শান্তিরাম মাহাতো, অরূপ রায় ,রবীন্দ্রনাথ ঘোষ।

mamata-7

12:54। আবদুর রেজ্জাক মোল্লা, জ্যোতিপ্রিয় মল্লিক, বিনয়কৃষ্ণ বর্মন, শুভেন্দু অধিকারী, সাধন পান্ডে শপথ নিলেন।

derek-kejri

12:51। ফিরহাদ হাকিম, গৌতম দেব, অরূপ বিশ্বাস, জাভেদ খান, শোভন চট্টোপাধ্যায় শপথ নিচ্ছেন এই মুহূর্তে।

12:49। একে একে শপথ নিচ্ছেম মন্ত্রীরাও। অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায় ও অবনী জোয়ারদার শপথবাক্য পাঠ করলেন।

mamata-8

12:46। মমতাকে শপথবাক্য পাঠ করালেন কেশরীনাথ ত্রিপাঠী।

mamata-live-4

12:44। রাজ্যপালের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দোপাধ্যায়।

12:41। জাতীয় সঙ্গীতে শুরু হল শপথ গ্রহণ অনুষ্ঠান।

mamata-2

12:38। শঙ্খধ্বনি ও পুষ্পবৃষ্টিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ অনুষ্ঠানের সূচনা হতে আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা।

12:36। রেড রোডে এসে পৌঁছলেন অরুণ জেটলি।  আসার সম্ভাবনা রয়েছে শাহরুখ খান, অমিতাভ বচ্চনেরও।

Arun_web

12:32। হাজির শিল্পী ও শিল্পমহলের তারকারাও। এসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ বাংলার গোটা শিল্পীমহল। উপস্থিত হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কার মতো ব্যক্তিত্বরা।

sourav_web

12:25। এসে পৌঁছেছেন অখিলেশ যাদব, শপথ অনুষ্ঠানে  ঢল নেমেছে সাধারণ মানুষের।

12:25।  রেড রোডে সবুজ শপথের মুহূর্ত আসন্ন। উপস্থিত বিধায়ক ও হবু মন্ত্রীরা। চাঁদের হাটে সামিল নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদব, অরবিন্দ কেজরিওয়াল। উপস্থিত ভুটানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের শিল্পমন্ত্রী।

12:13। কালীঘাটের বাসভবন থেকে রেড রোডের উদ্দেশে রওনা দিলেন রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

12:12। মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে নজিরবিহীন নিরাপত্তা, রেড রোডে উড়ছে ড্রোন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement