Advertisement
Advertisement

ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী মমতা: মানস

বলেন, “আমি কংগ্রেসের সৈনিক৷ গান্ধী পরিবারের প্রতি অনুগত৷ অধীর এবং মান্নানের এখন একটাই কাজ মানসকে অপমান করো৷ তাকে দল থেকে তাড়াও৷”

Mamata is the the best CM of India: Manas
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 2, 2016 10:44 am
  • Updated:June 23, 2022 7:52 pm

স্টাফ রিপোর্টার: মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের সেরা মুখ্যমন্ত্রী মনে করেন কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া৷ বৃহস্পতিবার বিধানসভার প্রেস কর্নারে তিনি বলেন, “দেশের রাজনীতিতে সব চেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের নাম এখন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী৷ জাতীয় রাজনীতিতে ভবিষ্যতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন৷”

বুধবার সুপ্রিম কোর্ট সিঙ্গুরে টাটার অধিগৃহীত জমি কৃষকদের ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে৷ সেই প্রসঙ্গে মানস বলেন, “টাটারা নমস্য৷ বুদ্ধবাবু, নিরুপমবাবু ও বাম সরকার টাটাকে ঠকিয়েছে৷ আদালতের ঐতিহাসিক রায়ের পর কংগ্রেস-সহ সমস্ত দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা উচিত৷ ইতিহাসের শরিক হওয়া উচিত৷”

Advertisement

প্রসঙ্গত, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ও বিধানসভায় বিরোধী দলনেতা আবদুল মান্নান অপছন্দ করেন সবংয়ের বিধায়ককে৷ কংগ্রেস পরিষদীয় দলের কক্ষে এখন বসেন না মানস৷ বিভিন্ন প্রয়োজনীয় কাজ বিধানসভার লবিতে বসেই করেন৷ কেন তিনি কংগ্রেসের ঘরে যাচ্ছেন না এই প্রশ্নের উত্তরে মানস বলেন, “আমার নির্দিষ্ট চেয়ারে বসলে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে৷ আমি শারীরিকভাবে বিরাট শক্তিশালী নই৷ সব কথা স্পিকারকে জানিয়েছি৷” বিধানসভার অলিন্দে এদিন গুঞ্জন শোনা যায়, কংগ্রেস থেকে মানসকে তাড়িয়ে দেওয়া হবে৷ বর্ষিয়ান বিধায়ক এ প্রসঙ্গে বলেন, “আমি কংগ্রেসের সৈনিক৷ গান্ধী পরিবারের প্রতি অনুগত৷ অধীর এবং মান্নানের এখন একটাই কাজ মানসকে অপমান করো৷ তাকে দল থেকে তাড়াও৷”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement