Advertisement
Advertisement

Breaking News

রোমে মমতা-কেজরি বৈঠক, দিল্লিতে তুঙ্গে জল্পনা

রোমে মমতা-কেজরি বৈঠক নিয়ে দিল্লির রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে৷

Mamata Had a meeting in Rome with Kejriwal, Speculations spreading
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 3, 2016 7:35 pm
  • Updated:July 29, 2019 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদার টেরিজার সেইন্টহুড প্রাপ্তি উপলক্ষে এই মুহূর্তে রোমে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই দেখা দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে৷ শুধু দেখাই নয়, দু’জনের বৈঠকও হল একদফা৷ আর রোমে মমতা-কেজরি এই বৈঠক নিয়ে দিল্লির রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে৷

মোদি সরকারের বিরুদ্ধে গড়ে তোলা তৃতীয় ফ্রন্টের অন্যতম পুরোধা মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতার পাশে যাঁরা আছেন তাঁদের মধ্যে আছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও৷ রাজ্যের কাজে কেন্দ্রের হস্তক্ষেপের বিরুদ্ধে সরব দু’জনেই৷ তাই মমতা ও কেজরির এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ দেশের রাজনৈতিক মহলের কাছে৷ উপরন্তু এদিন ভারতীয় দূতাবাসের ডাকা নৈশভোজেও হাজির থাকছেন না মমতা৷ যদিও জানা যাচ্ছে, হোটেলের ব্যবস্থা নিয়ে খুশি নন তিনি৷ কিন্তু পাশাপাশি এও শোনা যাচ্ছে, নৈশভোজে উপস্থিত থাকার কথা একাধিক বিজেপি নেতাদেরও৷ বিজেপির সংস্রব এড়াতেই এ পদক্ষেপ কি না, তা নিয়ে জল্পনা চলছে৷

Advertisement

যদিও কী নিয়ে বৈঠক হয়েছে তা খোলসা করতে দুপক্ষই নারাজ৷ প্রসঙ্গত রোম যাওয়ার পথে দুবাইয়ে যাত্রাবিরতি চলাকালীন মমতার দেখা হয় কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে৷ সৌজন্য সাক্ষাতের পর্যায়েই তা থেমে থাকেনি৷ দুই নেত্রী একান্তে বৈঠকও করেন বেশ কিছুক্ষণ৷ আর তাই শাসকবিরোধী রাজনৈতিক সমীকরণ ও মমতার অবস্থান নিয়ে রাজধানীতে এই মুহূর্তে নানা জল্পনা৷ এদিন কেজরির সঙ্গে বৈঠক তাতেই ইন্ধন জোগাল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement