Advertisement
Advertisement

গান্ধীজির নামে রাজ্যে প্রথম বিশ্ববিদ্যালয়, মেদিনীপুরকে উপহার মুখ্যমন্ত্রীর

কেন্দ্রকে টেক্কা দেওয়ার পরিকল্পনা!

Mamata govt to open University dedicated to Mahatma Gandhi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 27, 2018 7:31 pm
  • Updated:July 27, 2018 7:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ব মেদিনীপুরে মহাত্মা গান্ধীর নামে বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ২ অক্টোবর এই বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন তিনি৷ রাজ্যে আরও চারটি নতুন বিশ্ববিদ্যালয় গড়ে তোল হবে। শুক্রবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর  ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ সব মিলিয়ে, রাজ্যের ২৩ জেলায় মোট ২৮ টি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চলেছে রাজ্য সরকার৷ তবে প্রথম মহাত্মা গান্ধীর নামে  বিশ্ববিদ্যালয় এই প্রথম। 

[গোষ্ঠীদ্বন্দ্ব মেটান, বিজেপিকে রুখতে নদিয়া জেলা নেতৃত্বকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর]

এমনিতেই মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষ নিয়ে কেন্দ্রকে টেক্কা দিতে ইতিমধ্যেই একাধিক পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার৷ গান্ধীজির জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষ্যে রাজ্য সরকার বিশেষ কমিটিও গঠন করেছে৷ কমিটির শীর্ষে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মোট ৪৬ জন সদস্য রয়েছেন কমিটিতে৷ মূলত, ওই কমিটির উদ্যোগেই রাজ্যজুড়ে গান্ধী-জয়ন্তী উদযাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে৷ গান্ধীজিকে নিয়ে স্কুল-কলেজে রচনা প্রতিযোগিতার আয়োজন থেকে শুরু করে গান্ধীজির আদর্শকে এ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে লাগাতার পরিকল্পনা রূপায়নের কাজ চলছে৷ মনে করা হচ্ছে, মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষকে স্মরণে রেখেই রাজ্যে আরও একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চলেছে বাংলার সরকার৷

Advertisement

[তরুণীকে গণধর্ষণ, দুই যুবককে ২০ বছর সশ্রম কারাদণ্ডের সাজা আদালতের]

 রাজ্যে শিক্ষার মান বাড়াতে ইতিমধ্যেই একাধিক কর্মসূচি নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ পড়ুয়াদের স্কুলমুখী করতে কন্যাশ্রী থেকে যুবশ্রী চালু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী৷ সরকারি প্রকল্পের জেরে বেড়েছে উচ্চা শিক্ষায় উপস্থিতির সংখ্যা৷ ফলে, গ্রাম বাংলায় ছাত্রছাত্রীর ভিড় বাড়তে থাকায় এবার জেলায় জেলায় নয়া স্কুল-কলেজের খোলার বিষয়ে উদ্যোগ নিচ্ছে রাজ্য৷

[পড়া না পারার ‘অপরাধ’, বেলুড়ে খুদে ছাত্রের গায়ে গরম খুন্তির ছেঁকা শিক্ষিকার]  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement