সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য ঘুরিয়ে বিহার প্রশাসনের দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী। মালদহে বন্যা পরিদর্শনে গিয়ে তাঁর অভিযোগ বিহারের পূর্ণিয়া নদীর বাঁধ ভেঙে দেওয়া হয়েছে। তার ফলে উত্তরবঙ্গের এই অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন কেন্দ্র সরকার নদী ও জলাধারগুলি নিয়মিত ড্রেজিং না করাতেই বাংলা ডুবছে। রাজ্যে এপর্যন্ত ১৫২ জনের মৃত্যু হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। উত্তরবঙ্গের প্রায় ১.৫ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত। গুজরাটের মতো অন্য রাজ্যগুলিকে সাহায্যের দাবি জানিয়েছেন তিনি।
[জিএসটির প্রতিবাদে রাজ্য জুড়ে ধর্মঘট পালন মিষ্টান্ন ব্যবসায়ীদের]
মহানন্দা-ফুলহারের জলস্তর বেড়ে যাওয়ায় সোমবার বেলা বাড়তেই বন্যা পরিস্থিতির অবনতি হয় মালদহে। জল ঢুকে পড়ে ওল্ড মালদহ ও ইংলিশবাজার পুরসভার বিভিন্ন ওয়ার্ডে। বাঁধ ভেঙেছে রতুয়ায়। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির অবনতিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন একাধিক ত্রাণ শিবিরে যান। জল পেরিয়েই এক গ্রাম থেকে অন্য গ্রামে যান। দুর্গতদের সঙ্গে কথা বলেন। তাঁদের আশ্বস্ত করে বলেছেন, “ভয় পাবেন না। রাজ্য সরকার আপনাদের পাশে আছে। এই বন্যা বৃষ্টির জলে নয়। ডিভিসি—র ছাড়া জলে।” বিপদের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে খানিকটা ভরসা পেয়েছেন জলবন্দি এলাকার বাসিন্দারা। নিজেদের দুর্দশার কথা তাঁরা জানান। প্রশাসন তাদের পাশে আছে। এই ভরসার বার্তা ভুক্তভোগীদের কাছে পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন জল সরে যাওয়ার পর পুনর্বাসন ও পুনর্গঠনের কাজ শুরু হবে।
সোমবার ১২টা নাগাদ মালদহের গৌড়ভবন থেকে বের হয় মুখ্যমন্ত্রীর কনভয়। সঙ্গী পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং টিম নবান্ন। প্রথমে মালদহের গাজোলের ত্রাণশিবিরে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। শোনেন তাঁদের অভিযোগ। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রশাসনিক কর্তাদের। সোম ও মঙ্গলবার মুখ্যমন্ত্রী দিনাজপুর, মালদহের বন্যা পরিস্থিতি দেখবেন। দুর্গতদের সঙ্গে কথা বলবেন। অফিসারদের সঙ্গে বৈঠকে বসে ক্ষয়ক্ষতি পরিমাপ করবেন। এই দু’দিন মালদহ মমতা বন্দ্যোপাধ্যায়ের বেসক্যাম্প।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.