Advertisement
Advertisement

Breaking News

রাজ্যসভায় ইস্যুভিত্তিক সমর্থন চেয়ে মমতার মুখোমুখি জেটলি

ইস্যুভিত্তিক সমর্থনের জন্যই মুখ্যমন্ত্রীর মুখোমুখি হতে পারেন অরুণ জেটলি৷

mamata-banerjees-meeting-with-arun-jaitley-to-formalise-issue-based-coordination
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 14, 2016 4:39 pm
  • Updated:August 12, 2021 6:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিজেপির সঙ্গে তাঁর দলের মতাদর্শগত ফারাক আছে৷ তবে ইস্যুভিত্তিক সমর্থনে বিজেপির পাশে থাকতে পারে তৃণমূল৷ এবার সেই সমর্থনের জন্যই মুখ্যমন্ত্রীর মুখোমুখি হতে পারেন অরুণ জেটলি৷

ইতিমধ্যেই জিএসটি প্রসঙ্গে বিজেপিকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে রাজ্য৷ জিএসটি নিয়ে অন্যান্য রাজ্যগুলির সমর্থন পেতে বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ সে বৈঠকে যোগ দেওয়ার কথা রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রর৷ তবে অন্যান্য ইস্যুতেও রাজ্যের সমর্থনের জন্য এবার খোদ মুখ্যমন্ত্রীর মুখোমুখি হতে চলেছেন অরুণ জেটলি৷ বিজেপ সূত্রে খবর, অল ইন্ডিয়া রেডিওর এক অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন তিনি৷ ২৮ জুন ‘আকাশবাণী মৈত্রী’ নামে এক বিশেষ বাংলা পরিষেবার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও৷ সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে খবর, এই অনুষ্ঠানেই হতে পারে বৈঠক৷

Advertisement

রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, যেহেতু কংগ্রেস ও সিপিএম হাত ধরাধরি করে চলার সিদ্ধান্তই নিয়েছে, তাই জাতীয় রাজনীতিতে বিভিন্ন ইস্যুতে পাশাপাশি আসতেই পারে বিজেপি ও তৃণমূল৷ তবে কোনও দলই এই সমর্থনের জেরে নিজেদের আঞ্চলিক স্বার্থ ক্ষুণ্ণ হতে দিতে চাইবে না৷ সেই হিসেব-নিকেশই উঠে আসতে পারে প্রস্তাবিত বৈঠকে৷ তবে সরকারি তরফে এখনও এ ব্যাপারে কিছু জানানো হয়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement