গৌতম ব্রহ্ম: বন্যা পরিস্থিতি সামাল দিতে উত্তরবঙ্গে বিপর্যয় মোকাবিলা দল পাঠাচ্ছে নবান্ন। যাচ্ছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক-সহ অন্যান্যরা। থাকছেন কৃষি ও সেচ সচিবরা। টুইট করে গোটা বিষয়টা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, তিনি নিজে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন।
টানা বৃষ্টিতে ভয়ংকর অবস্থা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার। টানা বৃষ্টিতে বাড়ছে নদীর জলস্তর। জলমগ্ন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির একাধিক এলাকা। গোটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। এবার নবান্ন থেকে টিম যাচ্ছে উত্তরবঙ্গে। রবিবার সকালে টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আগামিকাল বিপর্যয় মোকাবিলা টিম যাবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি, নদীর জলস্তর বেড়েছে, রাস্তার পরিস্থিতি খারাপ। সব মিলিয়ে প্রবল সমস্যায় মানুষ, ডিএম-এসপি-রা রয়েছেন, এনডিআরএফ, এসডিআরএফ উদ্ধারকাজ করছে।”
মুখ্যমন্ত্রী টুইটে আরও জানিয়েছেন, তিনি নিজে গোটা পরিস্থিতি মনিটরিং করছেন। মুখ্যসচিবও উত্তরবঙ্গের পরিস্থিতিতর উপর নজর রাখছেন। পরিস্থিতি মোকাবিলার সব রকম চেষ্টা করছে প্রশাসন।
Sending a high- level disaster management team tomorrow to flood- hit North Bengal under my Irrigation Minister and including Secretaries of Disaster Management, Irrigation and Agriculture. North Bengal districts have received heavy rainfall, rivers have swollen, roads have been…
— Mamata Banerjee (@MamataOfficial) July 16, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.