Advertisement
Advertisement

Breaking News

Jagannath Temple

জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে দিঘায় সাজসাজ রব, এপ্রিলের শেষে সরকারি গেস্ট হাউসে পর্যটকদের প্রবেশে ‘না’

উদ্বোধন অনুষ্ঠানে হাজির থাকার কথা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমলা, শিল্পপতি, রাজনীতিবিদ, অভিনেতা, তারকাদের।

Mamata Banerjee will inaugurate Jagannath Temple at Digha on 30 april
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 13, 2025 11:01 pm
  • Updated:April 13, 2025 11:01 pm  

স্টাফ রিপোর্টার: আগামী ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা ঘিরেই এখন সেখানে সাজসাজ রব। উদ্বোধন অনুষ্ঠানে হাজির থাকার কথা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমলা, শিল্পপতি, রাজনীতিবিদ, অভিনেতা, তারকাদের। তাঁদের থাকার ব্যবস্থা করা হচ্ছে সৈকতশহরে।

Advertisement

জানা গিয়েছে, প্রশাসনের তরফে দিঘার সরকারি গেস্ট হাউসগুলি বুকিং হয়ে গিয়েছে। দু’টি অতিরিক্ত হেলিপ্যাড তৈরি হচ্ছে। একটি স্থায়ী হেলিপ্যাড ইতিমধ্যেই রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন কতদূর তা নিয়েই ইতিমধ্যেই বৈঠক সেরেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। নবান্ন সূত্রে খবর, উদ্বোধনের দিন দিঘায় ১২-১৪ হাজার লোক উপস্থিত থাকতে পারেন। উপস্থিত ব্যক্তিদের মধ্যে ২৫০ জন মতো ভিআইপি উপস্থিত থাকবেন বলে ধরা হয়েছে। সেইমতো আয়োজন করা হচ্ছে। মঞ্চ তৈরি থেকে অন্যান্য আয়োজন চলছে। ৩০ এপ্রিল জগন্নাথধামের উদ্বোধন এবং আগেরদিন অর্থাৎ ২৯ তারিখ জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে।

জগন্নাথধাম উদ্বোধন এবং তার পরবর্তী সময়ে দিঘায় লক্ষাধিক পর্যটক ও পুণ্যার্থীর সমাগম হবে বলে আশাবাদী জেলা প্রশাসন। সে কথা মাথায় রেখেই সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২৭ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত দিঘার কোনও সরকারি গেস্ট হাউসে পর্যটক রাখা যাবে না। গেস্ট হাউসগুলির অধিকাংশই দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার (ডিএসডিএ)। ওই গেস্ট হাউসগুলি সরকারি অতিথিদের জন্য তৈরি রাখতে বলা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement