তরুণকান্তি দাস: আজ সিঙ্গুরের স্বপ্নপূরণ৷ আজ সিঙ্গুরে কৃষক আন্দোলনের বিজয় উৎসব৷ আজ সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাখার দিন৷
বাজেমেলিয়া, জয়মোল্লা, শানাপাড়া, বেড়াবেড়ি, গোপালনগর, খাসেরভেড়ি গ্রামে আর অরন্ধন নয়, আজ থেকে শুরু নবান্ন৷ হারানো সবুজ ধানের খেতে আবার লাঙল নিয়ে নামার স্বপ্নপূরণ৷ বিকেল চারটেয় ঐতিহাসিক জনসভায় কৃষকদের হাতে জমির পরচা তুলে দেবেন মুখ্যমন্ত্রী৷ আর তার সঙ্গে দশ বছর ধরে চলা সিঙ্গুর আন্দোলনের পরিসমাপ্তি৷
দুর্গাপুজোর আগেই এক অন্য পুজোর ছবি গোটা সিঙ্গুরজুড়ে৷ অতি উৎসাহীদের স্লোগান৷ চিৎকার আবেগমথিতদের৷ তৈরি উৎসবের মঞ্চও৷ মূল মঞ্চ ৯০x৩২ ফুট৷ উচ্চতায় সাড়ে সাত ফুট৷ পিছনের দিকে থাকছে ৪৮x৮ ফুট, উচ্চতায় ৯ ফুটের আরও একটি মঞ্চ৷ এককথায় নজিরবিহীন আয়োজন৷ আমন্ত্রিত সিঙ্গুর আন্দোলনের সঙ্গে যুক্ত সবাই, এছাড়াও গোটা তৃণমূল পরিবার, মন্ত্রী থেকে সাংসদ, বিধায়ক থেকে জনপ্রতিনিধি৷ সব পথ আজ মিশবে বিজয় উৎসবে৷ অনুমান লক্ষাধিক মানুষ এই ঐতিহাসিক দিনটির সাক্ষী থাকতে যাচ্ছেন সিঙ্গুরে৷
অনশন থেকে সত্যাগ্রহ, এই সিঙ্গুরের জন্য নিজের জীবন বাজি রেখে লড়াই করেছিলেন মমতা৷ ২০১১ সালে বামফ্রণ্ট সরকারকে পরাজিত করার পর ঘোষণা করেছিলেন, সিঙ্গুরের কৃষকের জমি ফেরত দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য৷ এমনকী, এ বছর দ্বিতীয়বার জয়ের পরও মমতা আদালতে ঝুলে থাকা সিঙ্গুর মামলা নিয়ে বলেছিলেন, ‘‘একটাই কাজ আমার বাকি, বিশ্বাস করি সিঙ্গুরের কৃষকরা জমি ফেরত পাবেনই৷” তাঁর বিশ্বাস ছিল, মামলায় তাঁরা জিতবেনই৷ বাস্তবে তা-ই হয়েছে৷ আজ সুপ্রিম কোর্টের রায় মেনে তিনি নিজে কৃষকদের হাতে তাঁদের হারানো জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন এবং তা চাষযোগ্য করেই৷
একইসঙ্গে রাজনৈতিক মহলে ধারণা মমতা তাঁর শিল্পবার্তাও সিঙ্গুরের মাটি থেকে আরও এক দফায় তুলে ধরবেন৷ আন্দোলন থেকে আজ তিনি যে কৃষির সঙ্গে শিল্পেরও সহাবস্থানের পক্ষে তা বারবার বলেছেন মমতা৷ এমন একটি মুহূর্তে আজ সিঙ্গুরে যাচ্ছেন, যখন বাংলা সম্পর্কে আগ্রহ দেখিয়েছে প্রখ্যাত জার্মান মোটরগাড়ি প্রস্তুতকারী সংস্থা বিএমডব্লু৷ পাশাপাশি শিল্পায়নেও বিপুল বিনিয়োগের পটভূমি তৈরি হয়েছে৷ খুব স্বাভাবিকভাবেই মমতা সিঙ্গুর থেকে আরও একবার জানিয়ে দেবেন, তিনি যেমন কৃষিজমি রক্ষা করার আন্দোলন করতে পারেন, তেমনই শিল্পায়নের জন্য একইভাবে চ্যালেঞ্জ নিতে পারেন৷
বুধবার তাই এক অন্য ভোরের সাক্ষী হতে তৈরি সিঙ্গুর৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.