Advertisement
Advertisement

লগ্নি টানতে মিউনিখে শিল্প সম্মেলন মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই নজিরবিহীন শিল্প সম্মেলনে জার্মান শিল্পমহলের শীর্ষস্থানীয় বহু প্রতিনিধি উপস্থিত থাকতে পারেন৷

Mamata Banerjee to meet industrialists in Germany
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 7, 2016 8:49 am
  • Updated:September 7, 2016 8:51 am  

কিংশুক প্রামাণিক: বাংলায় জার্মানির লগ্নির প্রত্যাশাকে সামনে রেখে আজ, বুধবার মিউনিখের সিটি সেণ্টারে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য সরকারের শিল্প সম্মেলন৷ এক কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই নজিরবিহীন শিল্প সম্মেলনে জার্মান শিল্পমহলের শীর্ষস্থানীয় বহু প্রতিনিধি উপস্থিত থাকতে পারেন৷ শিল্পমন্ত্রী অমিত মিত্র পুরোটা স্পষ্ট করে এখনই না বললেও, ভক্সওয়াগেনের মতো সর্ববৃহৎ অটোমোবাইল সংস্থা ও সিমেন্স-সহ বহু সংস্থা আজ রাজ্যের আহ্বানে শিল্প সম্মেলনে যোগ দিতে পারে৷ ইউরোপের মাটিতে এই গুরুত্বপূর্ণ শিল্প সম্মেলনে টাটা গোষ্ঠীর প্রতিনিধি সহ থাকছেন দেশের প্রথমসারির কয়েকজন শিল্পোদ্যোগী৷ মিউনিখে এসেছে রাজ্যের বিশিষ্ট শিল্পোদ্যোগীদের একটি প্রতিনিধিদল৷ তাঁরাও উপস্থিত থাকবেন শিল্প সম্মেলনে৷ টিম বাংলাকে নিয়ে মমতা রোট্যাচ ইগার্ন থেকে মিউনিখে গিয়ে শিল্প সম্মেলনে যোগ দেবেন৷

মিউনিখের শিল্প সফরে মমতার সঙ্গে রয়েছেন হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা, পার্থ ঘোষ, চন্দ্রশেখর ঘোষ, পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, সুমিত ডাবরিওয়াল, মায়াঙ্ক জালান, টাটা মেটালিকসের এমডি সঞ্জীব পাল প্রমুখ বাংলার শিল্পোদ্যোগীরা৷ মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী দেশ থেকে আসা শিল্পোদ্যোগীদের সঙ্গে  শিল্প সম্মেলনের প্রস্তুতি নিয়ে একটি বৈঠক করেন৷ বৈঠকে শিল্পমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য সচিবরাও ছিলেন৷ ওই বৈঠকে মুখ্যমন্ত্রী দেশ থেকে আসা শিল্পোদ্যোগীদের বলেন, “আমি নয়, আপনারাই রাজ্যের শিল্পের কথা জার্মান শিল্পমহলের কাছে তুলে ধরবেন৷” রাজ্যের শিল্প পরিবেশের কোন দিকগুলি সম্মেলনে তুলে ধরা হবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়৷

Advertisement

মিউনিখের এই শিল্প সম্মেলনকে রাজ্য সরকার বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে৷ এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গাপুর, লন্ডন, ভুটান ও বাংলাদেশ সফরে গিয়েও শিল্প সম্মেলন করেছেন৷ দেশের মধ্যেও বাণিজ্যনগরী মুম্বই এবং দিল্লিতেও শিল্প সম্মেলন করেছেন তিনি৷ প্রতি ক্ষেত্রেই রাজ্যে শিল্প বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে৷ ‘বদলে যাওয়া’ বাংলায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বিভিন্ন্ শিল্প সংস্থা৷

বস্তুত, বাংলা অনেক ক্ষেত্রেই ঘুরে দাঁড়িয়েছে৷ তেমনই শিল্পক্ষেত্রেও রাজ্য এগোতে চায়৷ মুখ্যমন্ত্রী মমতার নেতৃত্বে রাজ্য সরকার সেটিকেই পাখির চোখ করে এগোতে চাইছে৷ বাংলায় যে কর্মসংস্কৃতি ফিরেছে, পরিকাঠামো উন্নত হয়েছে, –সেই বার্তাই বিশ্ব শিল্পমহলের কাছে তুলে ধরে চায় রাজ্য সরকার৷ এদিন মমতা সারাদিন হোটেলেই ছিলেন৷ তিনি কোনও কর্মসূচি রাখেননি৷ তবে বিএমডবলিউ-এর কর্তাদের সঙ্গে রাজ্য সরকারের আলোচনার ব্যাপারে শিল্পমন্ত্রী অমিত মিত্র তাঁকে বিস্তারিত জানান৷ বুধবার সম্মেলনে জার্মানির শিল্পপতিদের কাছে শিল্পবার্তা দেবেন মুখ্যমন্ত্রী৷ তুলে ধরবেন বদলে যাওয়া বাংলার ছবি৷ ব্যাখ্যা করবেন, বাংলায় শিল্পের সম্ভাবনা ও বিনিয়োগের সুবিধা৷

জার্মানিতে শিল্প বিপ্লব হয়েছিল৷ আজ সারা বিশ্বে অটোমোবাইল শিল্পে শীর্ষে জায়াগা দখল করেছে ইউরোপের এই দেশটি৷ সেই অটোমোবাইল শিল্পের হাত ধরেই বাংলা-জার্মানি যোগের আশা করছে রাজ্য৷ অমিতবাবু জানান, কয়েকটি বিষয়ে জার্মানির বিভিন্ন প্রভিন্সের মেয়রদের সঙ্গে রাজ্য সরকারের আলোচনা হয়েছে৷ ইতিমধ্যেই ডুসেলডর্ফের মেয়রের সঙ্গে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ‘সিস্টার সিটি’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ কলকাতায় আয়োজিত বিশ্ববঙ্গ সম্মেলনে সেদেশের শিল্পপতিদের সঙ্গে নিয়ে যোগ দেওয়ার জন্য ডুসেলডর্ফের মেয়রকে আমন্ত্রণ জানানো হয়েছে৷

এ সংক্রান্ত আরও খবর:

বিএমডব্লিউ কর্তাদের সঙ্গে বৈঠক আশাব্যঞ্জক, জানালেন অমিত মিত্র

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement