সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দিল্লির সরকার অপদার্থ সরকার। গত পাঁচ বছরে বাংলার উন্নয়নের জন্য কিছুই করেনি। আর এখন ভোটে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে।” দক্ষিণ ২৪ পরগনার নামখানায় জনসভা থেকে ফের মোদিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তাহলে নামখানায় মুড়িগঙ্গার উপর সেতু তৈরি করতে দু’মিনিটও সময় লাগবে না।
প্রবল দাবদাহের মাঝেই সাত দফায় লোকসভা ভোট চলছে রাজ্যে। রবিবার জঙ্গলমহলে ষষ্ঠ দফার ভোট চলছিল, তখন দক্ষিণ ২৪ পরগনা জেলায় চারটি সভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মথুরাপুর কেন্দ্রে দলের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়ার সমর্থনে নামখানায় জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বক্তৃতার শুরুতেই তৃণমূল জমানায় রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। নির্দিষ্টভাবে সুন্দরবন এলাকায় সরকার কী কাজ করেছে, তাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগরে মেলায় পূণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য মুড়িগঙ্গায় উপরে একটি সেতু তৈরির দাবি দীর্ঘদিনের। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্রীয় সরকারকে একটি লোহার সেতু তৈরি করে দিতে বলেছিলাম। কিন্তু গত তিন বছরে সেই কাজ করতে দেয়নি মোদি সরকার। সুন্দরবন এলাকায় উন্নয়নের কেন্দ্র কোনও টাকা দেয়নি। এই এলাকায় যা উন্নয়ন হয়েছে, সবটাই রাজ্য সরকারের টাকায়।’
এদিন নোটবন্দি ইস্যুতে মোদি সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মোদি সরকার যখন নোটবন্দির সিদ্ধান্ত ঘোষণা করল, তখন নিখরচায় প্রশিক্ষণ দিয়ে রাজ্যে যুবক-যুবতীদের চাকরির ব্যবস্থা করেছে রাজ্য সরকার। মোদি জমানায় দেশে বেকারের সংখ্যা বেড়েছে সবচেয়ে বেশি। অথচ বাংলার বেকারত্ব কমেছে প্রায় চল্লিশ শতাংশ।’ মুখ্যমন্ত্রী কটাক্ষ, ‘গত পাঁচ বছরে দেশে দাঙ্গা লাগানো ছাড়া আর কোনও কাজই করেননি মোদি।’ আগামী রবিবার সপ্তম দফায় তথা শেষ দফায় কলকাতা ও দুই চব্বিশ পরগনায় লোকসভা ভোট। ওই এলাকায় এখন শেষমুহূর্তের প্রচারে ব্যস্ত মুখ্যমন্ত্রী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.