স্টাফ রিপোর্টার: ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে এড়িয়ে যাওয়ার প্রতিবাদে এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চিঠিতে মমতা বলেছেন, গণতন্ত্রে রাজ্যের ভূমিকা বৃহত্তর৷ তা কখনওই এড়িয়ে যাওয়া যায় না৷ কেন্দ্রের পাঠানো টাকা রাজ্য বাজেটের মাধ্যমে খরচের. পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী৷ সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো গণতন্ত্রের উপর আক্রমণ বলে মনে করেন মমতা৷ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো চিঠির প্রতিলিপি সমস্ত অ-বিজেপি মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে৷
রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে মমতা যে লড়াইয়ে নামতে চলেছেন সেই বার্তা আরও স্পষ্ট হল৷ অ-বিজেপি দলগুলিকে নিয়ে তিনি ইতিমধ্যে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছেন৷ বিভিন্ন ইস্যুতে বিজেপি বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন মমতা৷ প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠির প্রতিলিপি বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীদের পাঠানোর মধ্যে দিয়ে মমতার সেই বার্তা আরও প্রতিষ্ঠিত হল৷ কয়েকদিন আগেই নবান্নে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা৷ উল্লেখ্য, কেন্দ্র সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে, একশো দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে রাজ্য আর টাকা পাবে না৷ তা সরাসরি উপভোক্তাদের কাছে চলে যাবে৷ তা নিয়ে দিল্লিতে গিয়ে সরব হয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র৷ এবার প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.