সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট এলেই নাগরিকত্ব নিয়ে রাজনীতি করে বিজেপি। মতুয়াগড় থেকে এমনই দাবিতে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন, “মতুয়াদের জন্য তৃণমূল ছাড়া কেউ কিছুই করেনি।” বললেন, “আপনারা সকলেই নাগরিক। নতুন করে নাগরিকত্ব এটা একটা ছলনা, সমাজে সমাজে ভাগ করার চেষ্টা।”
বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনায় একাধিক কর্মসূচি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে চাকলা লোকনাথ মন্দিরে যান তিনি। এর পর বেশ কয়েকটি প্রকল্পের সূচনা করেন। তার পর দেগঙ্গায় দলের কর্মসূচিতে যোগ দেন তিনি। সেখানেই ওঠে ঠাকুরবাড়ি ও মতুয়া প্রসঙ্গ। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ঠাকুরবাড়ির উন্নয়ন আমরা করেছি। সৌন্দর্যায়ন আমরা করেছি। কলেজ, বিশ্ববিদ্যালয় আমরা করেছি।” এর পরই বিজেপিকে নিশানা করেন তিনি। বলেন, “কেউ তো করেনি। শুধু ভোটের আগে মতুয়াবাড়ি ঘুরে এসে বড় কথা বলে। সবটাই ভোটের জন্য।”
নাগরিকত্ব ইস্যু তুলেও এদিন বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াদের উদ্দেশ করে তিনি বলেন, “আপনার প্রত্যেকে নাগরিক। নাহলে রেশন কার্ড, প্যান কার্ড কারও থাকতও না।” মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, সমাজে সমাজে ভেদাভেদ তৈরি করতেই নাগরিকত্ব আইনের নামে ছলনা করতে চাইছে বিজেপি। প্রসঙ্গত, সামনেই লোকসভা ভোট। রাজ্য-রাজনীতিতে মতুয়া ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.