ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভেন্দুর খলিস্তানি মন্তব্যকে নির্বাচনী প্রচারে হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আসানসোলের বিজেপি প্রার্থী শিখ ধর্মাবলম্বী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে নিশানা করে তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন, পুলিশ কর্মীকে খলিস্তানি বলার প্রতিবাদ করেননি কেন? মুসলিমদের পাকিস্তানি বলার প্রতিবাদ সরব হননি কেন? একইসঙ্গে আসানসোলে প্রার্থী পরিবর্তন নিয়েও গেরুয়া শিবিরকে আক্রমণ করেন তিনি।
শনিবার আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে কুলটিতে জনসভা করেন মমতা। সেখান থেকেই তাঁর কটাক্ষ, “এবার তো প্রার্থী বদলে গেল বিজেপি! গতবার যিনি বর্ধমান -দুর্গাপুর আসনটি জিতেছিলেন এবার তিনি এই আসনটা ম্যানেজ করেছেন কোনও মতে।” এর পরই মমতার তোপ, “গদ্দার যখন আমাদের পুলিশ কর্মীকে খলিস্তানি বলেছিল তখন প্রতিবাদ করেননি কেন?”
শুভেন্দু অধিকারীর এক শিখ পুলিশ আধিকারিককে ‘খলিস্তানি’ বলে কটাক্ষ করেছিলেন বলে দাবি তৃণমূলের। এদিন তৃণমূল সুপ্রিমো সেই বিতর্ক আরেকবার উসকে শিখ ভোটারদের মনে বিজেপি-বিদ্বেষ তৈরির চেষ্টা করলেন বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। কারণ, আসানসোল লোকসভায় একটা বড় অংশ শিখ ধর্মাবলম্বী ভোটার। বিজেপি প্রার্থীও একজন শিখ ধর্মাবলম্বী।
ভোটে জিততে আলুওয়ালিয়া বিপুল অংকের টাকা ছড়ান বলেও দাবি করেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, গতবার প্রচুপ টাকা ছড়িয়ে ভোটে জিতেছিলেন। তার পর ৫ বছর আর দেখা পাওয়া যাননি সাংসদের। একইসঙ্গে নতুন আশঙ্কার কথাও শোনালেন তিনি। মমতার ক’টাক্ষ, “এবারও এসে ৫ হাজার. ১০ হাজারের প্যাকেট দেবে। এবার বলবেন ৫-১০ হাজারে হবে না। ১৫ লক্ষ চাই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.