Advertisement
Advertisement

Breaking News

নুসরত, মমতা বন্দ্যোপাধ্যায়

ধর্মনিরপেক্ষতাই ইউএসপি নুসরতের, ভিডিও বার্তায় তারকা প্রার্থীর প্রশংসায় মমতা

নুসরতের সম্পর্কে আর কী বললেন মুখ্যমন্ত্রী? দেখে নিন ভিডিও৷

Mamata Banerjee shared a video to encourage voter
Published by: Sayani Sen
  • Posted:April 8, 2019 5:17 pm
  • Updated:April 17, 2019 4:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউড তারকাদের সঙ্গে রাজনীতির যোগ নতুন নয়৷ মুনমুন সেন, দেব, সন্ধ্যা রায় অনেকেই নির্বাচনী লড়াইয়ের ময়দানে আগেও লড়েছেন৷ তবে লোকসভা নির্বাচনে দলের পুরনো যোদ্ধা মুনমুন, দেবের উপর যেমন ভরসা রেখেছেন তৃণমূল নেত্রী, তেমনই আবার সেই তালিকায় যুক্ত হয়েছে দু’টি নতুন নাম৷ মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান৷ সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য, বিজেপির অনুপম হাজরার মতো অভিজ্ঞ রাজনীতিকদের বিরুদ্ধে তৃণমূলের হয়ে যাদবপুর থেকে লড়ছেন মিমি৷ তেমনই আবার বিজেপির দক্ষ সাংগঠনিক সায়ন্তন বসুর বিপরীতে বসিরহাট থেকে লড়ছেন নুসরত৷ দলীয় প্রার্থীর নাম ঘোষণার পর থেকে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, রাজনীতির ময়দানে আনকোরা নুসরত-মিমিকে কেন প্রার্থী হিসাবে বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভিডিও বার্তায় সেই কারণই স্পষ্ট করলেন তিনি৷

[ আরও পড়ুন: নাচ দেখিয়ে শতাব্দীর কাছে দাবি পেশ আদিবাসী মহিলাদের]

সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নুসরতের গ্ল্যামারকে কাজে লাগিয়ে যে ভোট বৈতরণী পার করার কোনও উদ্দেশ্য নেই তৃণমূলের, তা ওই ভিডিও বার্তায় প্রকাশ করেন তিনি৷ নুসরত ধর্মনিরপেক্ষ৷ আর এটাই তার ইউএসপি৷ তাই নুসরত প্রার্থী হতে না চাইলেও, দলের সিদ্ধান্তেই টলিউডের জনপ্রিয় মুখকে বসিরহাটের প্রার্থী করা হয়েছে বলেও জানান তিনি৷ ভোটের আগে প্রায় প্রতিদিনই প্রচারে ব্যস্ত রয়েছেন নুসরত জাহান৷ নিজের লোকসভা কেন্দ্র বসিরহাটের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে মিটিং-মিছিল করছেন তিনি৷ কিন্তু বিরোধীদের অভিযোগ, ভোট মিটে গেলে ডুমুরের ফুলের মতোই অদৃশ্য হয়ে যাবেন তারকা প্রার্থী৷ ভিডিওর মাধ্যমে নিন্দুকদের জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো৷ দলনেত্রী বলেন, ‘‘প্রার্থী হওয়ার আগেও দলের প্রয়োজনে বহু কাজ করেছে নুসরত৷ শুধু প্রার্থী হয়েছে বলেই যে নুসরত কাজ করছে তা নয়৷ আগেও মিটিং-মিছিল করেছে৷’’

Advertisement

[ আরও পড়ুন: আনন্দ দিতে সিনেমা করেছি, জনগণের জন্য এবার ভোটে: মুনমুন সেন]

সপ্তদশ লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যে উত্তরবঙ্গে বেশ কয়েকটি সভাও করেছেন তিনি৷ প্রচারের মাধ্যম হিসাবে সোশ্যাল মিডিয়াকেও হাতিয়ার করেছেন দলনেত্রী৷ মৌসম বেনজির নুর, দীনেশ ত্রিবেদী এবং মহুয়া মৈত্রকেও ভোট দেওয়ার বার্তা দিয়েছেন তিনি৷ একজন জনপ্রতিনিধি হিসাবে নুসরত সকলের জন্য কাজ করবেন বলেই আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাই তারকা প্রার্থীকে ভোট দেওয়ার আরজি জানান দলনেত্রী৷ 

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement