Advertisement
Advertisement
Mamata Banerjee

নিজের নামই ‘নাপসন্দ’ মমতার, কী বলেছেন বাড়িতে?

বিজেপির বিজ্ঞাপনে ব্যবহার হয়েছে মমতার নাম।

Mamata Banerjee says she does not like her name
Published by: Paramita Paul
  • Posted:May 14, 2024 8:12 pm
  • Updated:May 14, 2024 8:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে নামে তাবড়-তাবড় বিরোধী নেতারা কাঁপেন, যে নামের ডাকে ৩৪ বছরের বাম শাসন উৎখাত হয়েছে, সেই মমতা নামটাই নাকি একবারে নাপসন্দ তৃণমূল সুপ্রিমোর। মঙ্গলবার বনগাঁ ও শ্রীরামপুর দুই সভা থেকে সে কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, বার বার তিনি বাড়িতে বলেছেন, কেন তাঁর এই নাম রাখা হল। অন্য নাম রাখা যেত।

সভায় বক্তব্য রাখতে গিয়ে একটি বিজ্ঞাপন নিয়ে বিজেপিকে আক্রমণ করছিলেন মমতা। গেরুয়া শিবির একটি বিজ্ঞাপন দিয়েছে যেখানে একটি চরিত্র রাখা হয়েছে, যার নাম মমতা। তা নিয়ে তৃণমূল সুপ্রিমোর তোপ, “বিজ্ঞাপন দিচ্ছে। আবার আমার নামে একটা মেয়েকে দাঁড় করিয়েছে। মাকে বলছে, চলো-চলো ভোট দিয়ে আসি বিজেপিকে। কেন? কারণ, মোদি জল দিয়েছে! আর নামটা আমার বলছে। লজ্জাও করে না।”এর পরই তিনি বলেন, “আমি আমার নিজের নামটাই পছন্দ করি না। অনেকবার বলেছি বাড়িতে, আর নাম খুঁজে পেলে না!”

Advertisement

[আরও পড়ুন: ‘বাংলায় বলুন…’ কেশপুরে ভোটপ্রচারে ট্রোলড হিরণ, ভাইরাল ভিডিও]

সভা থেকে হুঁশিয়ারি, বিরোধীদের বিরুদ্ধে মানহানির মামলা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ছাড় পাবে না সংবাদমাধ্যমে। বিনা প্রমাণে যেসব সংবাদমাধ্যম বিজেপি নেতাদের ‘বাণী’ ছেপেছে তাঁদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিতে চলেছেন মমতা। শ্রীরামপুরের সভা থেকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। শ্রীরামপুরের সভা থেকে মমতার আক্ষেপ, “আমার নামে প্রমাণ নেই, তথ্য নেই, আর চোর বানিয়ে দিল! জীবনে এক কাপ চাও কারও কাছ থেকে খাইনি, আর আমাকে বলছে চোর! রোজ বলছে তৃণমূল চুরি করেছে। কোথায় চুরি করেছে? কার পকেটে চুরি করেছে জিজ্ঞাসা করুন।”

[আরও পড়ুন: ‘মাছ খেয়ে দেখুন, কথা দিচ্ছি নিজে রান্না করব’, মোদিকে আমন্ত্রণ মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement