Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

দমদমে সিপিএম-বিজেপির সেটিং! শেষ দফা ভোটের আগে বিস্ফোরক মমতা

শুধু দমদম নয়, আঁতাত হয়েছে বরানগরেও, দাবি তৃণমূল সুপ্রিমোর।

Mamata Banerjee said CPM and BJP has understanding in dumdum

ফাইল চিত্র

Published by: Paramita Paul
  • Posted:May 29, 2024 3:09 pm
  • Updated:May 29, 2024 3:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের তৃণমূল সুপ্রিমোর মুখে রাম-বাম সেটিং তত্ত্ব। দমদমে সিপিএম এবং বিজেপির মধ্যে ‘আঁতাত’ হয়েছে বলে দাবি করলেন মমতা বন্দ্যোপধ্যায়। তাঁর দাবি, দমদম লোকসভা কেন্দ্র এবং বরানগর বিধানসভা কেন্দ্রে ভোট ভাগাভাগির ছক কষেছ দুই দল।

বুধবার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে বারুইপুরে প্রচারসভা ছিল মমতার। সেখান থেকেই দমদম কেন্দ্রে বাম-রাম সেটিং নিয়ে সরব হন তিনি। দমদম লোকসভা তিন হেভিওয়েটের লড়াই। ওই কেন্দ্রে তৃণমূলের সৌগত রায়, কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সুজন চক্রবর্তী এবং বিজেপির হয়ে লড়াই করছেন শীলভদ্র দত্ত। সেখানে তৃণমূলকে হারাতে লাল ও গেরুয়া শিবিরের মধ্যে ‘চুক্তি’ হয়েছে বলে দাবি করেছেন মমতা। যেখানে বামেদের ভোট বিজেপিতে যাবে বলে আঁতাত করেছে দুই শিবির।

Advertisement

[আরও পড়ুন: ‘অল আইজ অন রাফা’, সোশাল মিডিয়ায় হঠাৎ কেন ট্রেন্ডিং এমন বাক্য?]

শুধু দমদম নয়, আঁতাত হয়েছে বরানগরেও। ১ জুন লোকসভা ভোটের পাশাপাশি রয়েছে বরানগরের বিধানসভা উপনির্বাচনও। সেই কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষকে জেতাতে বাম ভোট রামে যাবে বলে মনে করছেন তৃণমূল সুপ্রিমো। মমতার কথায়, “একটা কথা শুনছিলাম, কিছু কিছু আসনে সেটিং হয়েছে। এর মধ্যে দমদম। যেখানে সিপিএমের এক বর্ষীয়ান নেতা দাঁড়িয়েছেন। তাঁর সঙ্গে বিজেপির কথা হয়েছে। লোকসভা ভোটে সব ভোট সিপিএম বিজেপিকে দেবে। আর একটা আসনে বিধানসভা ভোট আছে, বরানগর, সেখানে সিপিএমের ভোটটা বিজেপিতে আসবে।” যদিও তৃণমূল সভানেত্রীর এই দাবি মানতে নারাজ রাম-বাম দুপক্ষই। তাদের দাবি, এই কেন্দ্রের ভরাডুবি হবে বুঝেই এই তত্ত্ব খাড়া করছেন মমতা।

[আরও পড়ুন: রেমালের দাপট কাটতেই বঙ্গে গুমোট গরম, কবে মিলবে স্বস্তি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement