সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাহাড়ের আর্থিক উন্নয়নের রূপরেখা তৈরি করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হদিশ দিলেন পাহাড়ের কর্মসংস্থানের। পর্যটকদের কাছে ‘পাহাড়ের রানি’কে আরও আকর্ষণীয় করে তোলার উপায়ও বাতলে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। শান্তি বজায় থাকলে সমতলের সিলিকন ভ্যালির মতো পাহাড়েও আইটি হাব তৈরির প্রতিশ্রুতি দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে আইটি সংস্থাগুলির সঙ্গে রাজ্যের তরফে প্রস্তাব দেওয়া হবে।
মঙ্গলবার জিটিএ-র নির্বাচিত প্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকে পাহাড়ের যানজট, পানীয় জলের সমস্যার সমাধান থেকে কর্মসংস্থান নিয়ে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এক নতুন দার্জিলিং গড়ার স্বপ্ন দেখালেন তিনি।
এক নজরে দেখে নিন মুখ্যমন্ত্রীর ঘোষণা
- ২০০ একর জমিতে নতুন শিল্পনগরী হবে। নতুন শিল্পনগরীতে থাকবে হোম স্টে, শপিং মল, ওয়্যার হাউজ, পর্যটকদের জন্য থাকার জায়গা।
- আইটি হাব হবে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ে।
- দার্জিলিং- কার্শিয়াংয়ে আইআইটি হাব তৈরির পরিকল্পনা।
- পাহাড়ে যাঁরা ফুটপাথে দোকান দেন, তাঁদের জন্য তৈরি হবে বড় দোকান। ফলে কমবে যানজট। জীবিকার সুরক্ষা পাবেন ওই দোকানদাররা।
- মংপুতে হবে হিল ইউনিভার্সিটি। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নয়া ক্যাম্পাস পাবে পাহাড়বাসী।। ডাওহিলে হবে এডুকেশন হাব।
- হর্টিকালচারের হাব তৈরি হতে পারে দার্জিলিংয়ে।
- দার্জিলিংয়ে তৈরি হবে মাল্টি-লেভেল কার পার্কিং।
- কার্শিয়াং থেকে রোহিনী পর্যন্ত তৈরি হচ্ছে রোপওয়ে।
- চা বাগানের ভিতর পর্যটকদের থাকার ব্যবস্থার পরিকল্পনা। পর্যটক টানতে তৈরি হবে হোম স্টে।
- মিরিকের জন্য ইকো টুরিজমের পরিকল্পনা।
- পাহাড়ে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রুখতে বিশেষ পরিকল্পনা করবে রাজ্য।
- রিজার্ভার তৈরি করে ঝোরার (ঝর্ণা) জল সংরক্ষণের ভাবনা। ছোট ছোট ট্যাঙ্ক কিনে ঝোরার জল সংরক্ষণ করা যেতে পারে। কীভাবে এই কাজ হবে তা পরিকল্পনা করতে হবে।
- পানীয় জলের প্লান্ট তৈরি হবে পাহাড়ে।
- পাহাড়ের মহিলারা গাড়ি চালালে গাড়ি কেনার জন্য ঋণ দেবে সরকার। দার্জিলিংয়ের জন্য বিশেষ প্রকল্প।