Advertisement
Advertisement

Breaking News

টাকার বাক্স

‘টাকার বাক্স দিয়ে বাংলায় ভোট হবে না’, নাম না করে ভারতীকে কটাক্ষ মমতার

বিজেপি নেতাদের টাকা বিতরণ আটকাতে রাতভর পাহারা দেওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর৷

Mamata Banerjee opens up on cash recovery from Bharati Ghosh's car
Published by: Sucheta Sengupta
  • Posted:May 10, 2019 5:07 pm
  • Updated:June 22, 2022 1:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাক্সভরতি টাকা দিয়ে বাংলায় ভোট করানো যাবে না৷ অশোকনগরের সভা থেকে নাম না করে ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের উদ্দেশে কার্যত হুঁশিয়ারি ছুঁড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার বিকেলে বারাসত লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে এদিন নেতাজি শতবার্ষিকী কলেজের মাঠে সভা করেন তৃণমূল সুপ্রিমো৷ সেখানে শুরু থেকেই তিনি সুর চড়ান বিজেপির বিরুদ্ধে৷ বলেন, ‘বিজেপি প্রার্থী টাকা-সহ ধরা পড়েছেন৷ জেড প্লাস ক্যাটাগরি সুরক্ষার সুযোগ নিয়ে টাকা বিলোনো হচ্ছে দুষ্কৃতীদের  মধ্যে৷ বলা হচ্ছে, টাকা নিয়ে ভোট দখল করো৷ এভাবে বাংলায় ভোট হবে না৷ আমরা ধরে ফেলব৷’

[আরও পড়ুন : গরু চোর সন্দেহে যুবকদের মারধর, রণক্ষেত্র তুফানগঞ্জে আক্রান্ত সংবাদমাধ্যম]

বৃহস্পতিবার রাতেই পিংলার কাছে ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি থেকে উদ্ধার হয়েছে ১ লক্ষ ১৩ হাজার টাকা৷ পুলিশ সমস্ত টাকা বাজেয়াপ্ত করে তাঁকে ছেড়ে দিয়েছে৷ তা নিয়েই মুখ্যমন্ত্রীর তোপ, ‘রাজ্যের সঙ্গে কথা না বলেই কেউ কেউ জেড প্লাস, ওয়াই প্লাস ক্যাটাগরির সুরক্ষা নিচ্ছে৷ যাদের ধরার কথা, তারা ধরছে না কেন? প্রচার শেষ হয়ে গেলেই টাকা বিতরণ শুরু হয়৷’ তাঁর আরও প্রশ্ন, ‘এত টাকা কোথা থেকে আসছে? নোট বাতিল থেকে? জবাব দিতে হবে, নোট বাতিলের সময়ে কত টাকা হাতে এসেছে৷ প্রয়োজনে রাত জেগে পাহারা দিতে হবে৷ যাতে টাকা বিলিয়ে ভোট করাতে না পারে৷’ এ প্রসঙ্গে তিনি নরেন্দ্র মোদির কপ্টার থেকে সন্দেহজনক বাক্স গাড়িতে নিয়ে যাওয়া নিয়েও কটাক্ষ করেন৷

Advertisement

[আরও পড়ুন :একাকী অরণ্যে নিঃসঙ্গ ‘রাজা’, সঙ্গী খুঁজতে উদ্যোগ বনদপ্তরের]

এদিন তৃণমূল সুপ্রিমোর আক্রমণের নিশানায় আগাগোড়াই ছিলেন নরেন্দ্র মোদি৷ তাঁর দাবি, রাজীব গান্ধী, নরসিমা রাও, অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং-সহ একাধিক প্রধানমন্ত্রীর অধীনে কাজ করেছেন তিনি৷ কিন্তু নরেন্দ্র মোদির মতো প্রধানমন্ত্রী আগে দেখেননি৷ দীর্ঘ সময়ের যোজনা কমিশন তুলে নীতি আয়োগ করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, ‘না আছে নীতি, না আছে আয়োগ৷’ তোপ দেগেছেন স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে তাঁর শিকাগো সফর নিয়ে জটিলতা প্রসঙ্গেও৷  

‘এই বিজেপিকে চাই না, এই চৌকিদার চাই না’ স্লোগান শোনা গেল তৃণমূল সুপ্রিমোর গলায়৷ বারাসতের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারকে সঙ্গে নিয়ে সমবেত জনতার উদ্দেশে তাঁর আবেদন, ‘আপনার একটা ভোট দিল্লিতে বিজেপি বিরোধী সরকার গঠনের সহায়ক হবে৷’ এদিনের সভা সেরে দমদমের দলীয় প্রার্থী সৌগত রায়ের সমর্থনে একটি রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement