Advertisement
Advertisement
Mamata Banerjee

কবে জেলমুক্তি অনুব্রত-সুকন্যার? বীরভূমের সভা থেকে মুখ খুললেন মমতা

মমতার কথায়, "আমি আপনাদের বলছি, দেখে নেবেন ভোট মিটলেই ওদের ছেড়ে দেওয়া হবে।" তাঁর দাবি, ভোটে যাতে কাজ করতে না পারেন, সেই কারণেই আটকে রাখা হয়েছে অনুব্রতকে।

Mamata Banerjee opens up on Anubrta Mandal from Birbhum rally
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 23, 2024 2:40 pm
  • Updated:April 23, 2024 6:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মুখে ফের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সেই কেষ্ট। বীরভূমে প্রচারে গিয়ে ‘প্রিয়’ অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যার জেল হেফাজত নিয়ে বিজেপিকে বিঁধলেন তিনি। পাশাপাশি দাবি করলেন, ভোট মিটলেই নাকি ছেড়ে দেওয়া হবে বীরভূমের এই দাপুটে নেতা ও তাঁর মেয়েকে।

শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন (Lok Sabha Polls 2024)। প্রথম দফার ভোট গ্রহণও হয়ে গিয়েছে। এখনও বাকি ৬ দফা। স্বাভাবিকভাবেই জোর কদমে চলছে প্রচার। জেলায় জেলায় গিয়ে জনসভা করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বীরভূমের হাসনে সভা করেন তিনি। সেই সভা থেকেই অনুব্রতর গ্রেপ্তারি নিয়ে আরও একবার কেন্দ্রকে আক্রমণ করলেন। বললেন, “কেষ্ট আজ এলাকায় নেই। ওকে আর ওর মেয়েকে পরিকল্পনা করে বন্দি করা হয়েছে।” এর পরই মুখ্যমন্ত্রী দাবি করলেন, ভোট মিটলেই নাকি ছেড়ে দেওয়া হবে অনুব্রত ও তাঁর কন্যা সুকন্যাকে। মমতার কথায়, “আমি আপনাদের বলছি, দেখে নেবেন ভোট মিটলেই ওদের ছেড়ে দেওয়া হবে।” মমতার দাবি, ভোটে যাতে কাজ করতে না পারেন, সেই কারণেই আটকে রাখা হয়েছে অনুব্রতকে।

Advertisement

[আরও পড়ুন: চরম গরমে প্রিয় পোষ্যকে সুস্থ রাখবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস]

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার জায়গা। বরাবরই নিজের দায়িত্বে বীরভূমে ভোট করাতেন তিনি। কাউকে ওই জেলা নিয়ে বিশেষ ভাবতে হত না। একাধিকবার তৃণমূল নেত্রী নিজেও বলেছেন যে, কেষ্ট দক্ষ সংগঠক ছিলেন। নিজের দায়িত্বে সবটা সামলে নিতেন। তবে এবার নির্বাচনটা আলাদা। কেষ্টবন্দি সুদূর তিহাড় জেলে। স্বাভাবিকভাবেই যা খানিকটা হলেও মাথাব্যথার বাড়াচ্ছে তৃণমূলের।

[আরও পড়ুন: যশস্বীর শতরানে রাজস্থানের মুম্বই জয়, হেরে প্লে অফের রাস্তা কঠিন করে ফেললেন হার্দিকরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement